'সংস্কৃতি মনের খোরাক, রিকশা দেয় ভাতের জোগান'

শীতের রাতে কুয়াশার সঙ্গে হিম বাতাস। সংসার চালাতে এই ঠান্ডার মধ্যেও গান গাওয়া ও নাটকে অভিনয়ের পাশাপাশি রাতে রিকশা চালান মো. আজাদ মিয়া। রাতের এই রিকশাচালক ময়মনসিংহ নগরের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত বাউল শিল্পী ও অভিনেতা হিসেবে। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে…