যে বাগানে সারা বছরই আম পাওয়া যায়

শখের বশে মাত্র তিন বিঘা জমিতে শুরু করেছিলেন আমবাগান, সেই আমবাগান এখন ৬৯ বিঘা। তাঁর বাগানে সারা বছর হয় আমের ফলন। আগামী রমজান মাসের মধ্যে অর্ধকোটি টাকার কাটিমন আম বিক্রির প্রত্যাশা জাকিরের। বিস্তারিত দেখুন ভিডিওতে