‘একটা সময় চরিত্রের কণ্ঠ দেওয়া বন্ধ করে দিতে হয়েছে’

দক্ষিণ এশিয়ার দেশগুলোয় মেয়েশিশুদের অধিকার রক্ষার তাগিদ থেকে জন্ম ‘মীনা’ কার্টুনের। বাংলাদেশ টেলিভিশনে ‘মীনা’ কার্টুন দেখানোর পাশাপাশি প্রচারিত হয় রেডিওতেও। কেমন আছেন পর্দার আড়ালে থাকা মীনা ও রাজু চরিত্রে কণ্ঠ দেওয়া ব্যক্তিরা? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে