২০১৭ সালে প্রথম সুবোধের দেখা পায় নগরবাসী। দেয়ালে আঁকা গ্রাফিতির সঙ্গে লেখা: ‘সুবোধ, তুই পালিয়ে যা, তোর ভাগ্যে কিছু নেই।’ নিচে শিল্পীর স্বাক্ষরের মতো করে লেখা, ‘হবেকি?’ এরপর বছরের পর বছর ধরে ‘সুবোধ’–এর বিভিন্ন গ্রাফিতি দেখেছে নগরবাসী। দেয়ালে আঁকা ‘সুবোধ’ চরিত্রটি আলোড়ন সৃষ্টি করে। রাজধানী থেকে সুবোধের ‘গ্রাফিতি’ ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপর অনেকেই সুবোধের চিত্রশিল্পীকে খুঁজেছেন। সুবোধের বয়স এখন সাত বছর। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পরদিন ‘সুবোধ’ গ্রাফিতির মতো অবিকল আরেকটি চিত্রের দেখা মেলে টিএসসির মেট্রোস্টেশনের দেয়ালে। দেয়ালে আঁকা এ গ্রাফিতির অর্থ কী? এর ব্যাখ্যা দিয়েছেন কয়েকজন চিত্রশিল্পী ও শিক্ষার্থী, বিস্তারিত দেখুন ভিডিওতে।