ছাত্র–জনতার সাম্প্রতিক গণ–অভ্যুত্থানের মাধ্যমে নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। বিদ্রোহের সেই উত্তাল দিনগুলোতে বিপ্লবের বীরত্বগাথায় নির্মিত ‘বিদ্রোহে বিপ্লবে: ছাত্র-জনতার অভ্যুত্থান ২০২৪’।
প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্যচিত্রটি নির্মাণ করেছেন রেদওয়ান রনি ও সালেহ সোবহান অনীম।
কৃতজ্ঞতা (আর্কাইভাল ফুটেজ): প্রথম আলো ভিডিও বিভাগ, দ্য ডেইলি স্টার, কালবেলা নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টিভি, চ্যানেল টোয়েন্টি ফোর, বিটিভি, দেশ টিভি, বিবিসি, আল–জাজিরা, চ্যানেল আই, সময় টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, নিউজ ২৪, এনটিভি, মাই টিভি, এমটি ওয়ার্ল্ড, নিউজ টুডে, এএফপি, রয়টার্স।
ফটোগ্রাফার (প্রথম আলো): সাজিদ হোসেন, খালেদ সরকার, দীপু মালাকার, শুভ্র কান্তি দাশ, তানভীর আহমেদ, আশরাফুল আলম, সাদ্দাম হোসেন।
গান: হান্নান, সেজান এবং (সম্মিলিত কণ্ঠে) ধন ধান্য পুষ্পে ভরা