মোবাইলের স্ক্রিনে নিজের যে ছবি দেখছেন খোকন, তার সেই চেহারা এখন আর নেই। নেই ২৩ বছরের সেই তারুন্য। নিজেকে আয়নায় দেখলে এখন আঁতকে ওঠেন নিজেই। গত ৫ আগস্ট যাত্রাবাড়িতে আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে উড়ে যায় খোকনের চেহারার একটি অংশ। উড়ে গেছে তার নাক মুখ তালু। মা হয়েও রীনা রানী দাশ কস্টে ছেলের মুখের দিকে তাকাতে পারছেন না। বিস্তারিত ভিডিওতে