উদ্ভাবনী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ দিচ্ছে আইডিয়া প্রকল্প
উদ্ভাবনী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রশিক্ষণ দিচ্ছে আইডিয়া প্রকল্প

উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দিচ্ছে আইডিয়া প্রকল্প

শক্তিশালী স্টার্টআপ (উদ্ভাবনী উদ্যোগ) ইকোসিস্টেম তৈরির পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে বিনা মূল্যে প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ’ (আইডিয়া) প্রকল্প। ‘আইডিয়া একাডেমিক প্রোগ্রাম জুন২৪ কোহোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণে উদ্ভাবনী ধারণা, ব্যবসায়িক মডেল তৈরির পাশাপাশি প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় আর্থিক, হিসাব, আইনি, বাজারজাতকরণসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিয়া প্রকল্প।

সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, আইডিয়া প্রকল্পের উদ্যোগে ও স্টুডেন্ট টু স্টার্টআপ (এসটুএস) ভেঞ্চারস লিমিটেডের সহযোগিতায় উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য হাতে-কলমে শিখতে পারছেন। এর ফলে তাঁদের দক্ষতা এবং জ্ঞানের পরিধি বাড়ছে, যা তাঁদের স্টার্টআপ গঠনে সহযোগিতা করবে।

উল্লেখ্য, প্রশিক্ষণের জন্য ৯৪২টি আবেদন জমা পড়লেও  যাচাই-বাছাই শেষে ১১৩ জন উদ্যোক্তা ও তরুণকে এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গত মে মাসে শুরু হওয়া এক মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে চূড়ান্ত মূল্যায়নের পর উদ্যোক্তাদের সনদ দেওয়া হবে বলে জানিয়েছে আইডিয়া প্রকল্প।