যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কমডেক্স মেলায় ১৯৮৮ সালের ১ আগস্ট মাইক্রোসফট অফিস নামের এই প্যাকেজ সফটওয়্যারের ঘোষণা দেন।
কোবোল প্রোগ্রামিং ভাষা তৈরির জন্য ক্যাপ্টেন হপারকে ডাকে মার্কিন নৌবাহিনী।
১ আগস্ট ১৯৮৮
মাইক্রোসফট অফিসের ঘোষণা দিলেন বিল গেটস
কম্পিউটার ব্যবহার করেন কিন্তু মাইক্রোসফট অফিস বা শুধু অফিসের নাম শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্করই। বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় কাজের আলাদা আলাদা প্রোগ্রাম নিয়ে মাইক্রোসফটের গুচ্ছ সফটওয়্যার। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত কমডেক্স মেলায় ১৯৮৮ সালের ১ আগস্ট মাইক্রোসফট অফিস নামের এই প্যাকেজ সফটওয়্যারের ঘোষণা দেন। এর ঠিক এক বছর পর উইন্ডোজের পাশাপাশি ম্যাক ওএসের জন্যও আসে মাইক্রোসফট অফিস।
প্রথম সংস্করণে অফিসের মধ্যে ছিল মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল ও মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট। বছরের পর বছর ধরে জনপ্রিয় এই প্যাকেজ সফটওয়্যারে বিভিন্ন সময় বানান পরীক্ষক, অবজেক্ট লিংকিং ও ভিজ্যুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যুক্ত করে। এতে রয়েছে লেখালেখি করার সফটওয়্যার (ওয়ার্ড প্রসেসর) ওয়ার্ড, হিসাব কষার এক্সেল, মাল্টিমিডিয়া উপস্থাপনার জন্য পাওয়ারপয়েন্ট, ই–মেইল আদান–প্রদানের জন্য আউটলুক, ডেটাবেজ ব্যবস্থাপনার জন্য অ্যাকসেস ও ডেস্কটপ প্রকাশনার জন্য পাবলিশার সফটওয়্যার।
২০১৩ সালে মাইক্রোসফট অফিসকে সাবস্ক্রিপশনভিত্তিক করে। নাম হয় অফিস ৩৬৫। গত বছরের অক্টোবরে এর নাম পাল্টানোর ঘোষণা আসে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এর নাম হয় মাইক্রোসফট ৩৬৫।
১ আগস্ট ১৯৬৭
কোবোল প্রোগ্রামিং ভাষা তৈরির জন্য ক্যাপ্টেন হপারকে ডাকে মার্কিন নৌবাহিনী
মার্কিন নৌবাহিনী (ইউএস নেভি) ক্যাপ্টেন গ্রেস মারি হপারকে কোবোল প্রোগ্রামিং ভাষার উন্নয়নে আবারও ডেকে নেয়। একাধিক কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান ও পেন্টাগনের সঙ্গে হপার কাজ শুরু করেন। ১৯৪০–এর দশকে গ্রেস মারি হপার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে মার্ক ওয়ান ও মার্ক টু কম্পিউটার নিয়ে কাজ করেছিলেন। তিনি পরে কোবোলের সুনির্দিষ্ট কাঠামো তৈরি করেছিলেন।
দীর্ঘ পেশাগত জীবনে গ্রেস হপার কম্পিউটার বিজ্ঞানে অনেক অবদান রেখেছেন। কম্পিউটার বিজ্ঞানে ‘বাগ’ শব্দটিও তিনি যোগ করেছিলেন। তাঁর সম্মানে মার্কিন নৌবাহিনী ১৯৯৭ সালের ৬ সেপ্টেম্বর তাদের অত্যাধুনিক একটি জাহাজের নামকরণ করে ‘ইউএসএস হপার’। ১৯৯২ সালের ১ জানুয়ারি গেস হপার মারা যান।
সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডটওআরজি, কম্পিউটার হোপ ও উইকিপিডিয়া