আইএসপিএবির লোগো
আইএসপিএবির লোগো

আইএসপিএবির নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

দেশের ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ সদস্যের সাধারণ সদস্য পদে ১৪ জন এবং ৪ সদস্যের সহযোগী সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সাধারণ সদস্য বিভাগে সর্বোচ্চ ২০৪ ভোট পেয়েছেন নাজমুল করিম ভূঁইয়া। অপর দিকে সহযোগী বিভাগে সর্বোচ্চ ৩৪৭ ভোট পেয়েছেন ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন। গতকাল রাতে আইএসপিএবি নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নজরুল ইসলাম এ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচিত অন্যরা হলেন মো. ইমদাদুল হক (১৯৯), এস এম জাকির হোসাইন (১৮৬), মাহবুব আলম (১৬৮), মো. আসাদুজ্জামান (১৫৬), মোহাম্মাদ এ কাইয়্যুম (১৪৮), আনোয়ারুল আজিম (১৪৭), সাব্বির আহমেদ (১২৮) ও সাকিফ আহমেদ (১২০)। সহযোগী সদস্য পদে নির্বাচিত অন্য তিন বিজয়ী হলেন মো. নাসির উদ্দীন (৩৪৪), মোহাম্মাদ আনোয়ার হোসেন (৩১০) ও মাহমুদুল হাসান (২৯৬)। আগামীকাল (সোমবার) নির্বাচিত সদস্যদের মধ্য থেকে ১৩ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটির পদ বণ্টন করা হবে।

আইএসপিএবি নির্বাচন পরিচালনা বোর্ডের কমিশনার ছিলেন আবদুল্লাহ এইচ কাফি ও বীরেন্দ্র নাথ অধিকারী। আবদুল্লাহ এইচ কাফি প্রথম আলোকে বলেন, ‘সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবাই আন্তরিক ছিলেন। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালক বাণিজ্য সংগঠনের (ডিটিও) মহাপরিচালক মালেকা খায়রুন্নেসা নির্বাচন পর্যবেক্ষণ করতে কেন্দ্রে এসেছিলেন। সব মিলিয়ে নির্বাচন ভালোভাবে সম্পন্ন হয়েছে।’