এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) চূড়ান্ত পর্বে প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে নির্বাচিত হন শাহরিয়ার মনজুর।
ফরাসি মুদ্রক, বই বিক্রেতা ও উদ্ভাবক এদোয়ার্দ-লিও স্ক দে মারতাভিল শব্দ ধারণ করার প্রথমদিককার যন্ত্র ফোনোটোগ্রাফের পেটেন্ট স্বত্ব পান।
যুক্তরাষ্ট্রে ডিভিডি (ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক) মাধ্যমে ‘টুইস্টার’ চলচ্চিত্র মুক্তি পায়।
ব্যবহারকারী সম্পাদনা করতে পারবেন, এমন সুবিধার প্রথম ওয়েবসাইট উইকিউইকিওয়েব চালু করে উইকি।
২৫ মার্চ ২০০৩
আইসিপিসির চূড়ান্ত পর্বে উপমহাদেশ থেকে প্রথম বিচারক হলেন শাহরিয়ার মনজুর
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রোগ্রামিং প্রতিযোগিতা এসিএম আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টের (আইসিপিসি) চূড়ান্ত পর্বে প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে নির্বাচিত হন শাহরিয়ার মনজুর। শুধু বাংলাদেশ থেকেই নয়, দক্ষিণ এশিয়া থেকে আইসিপিসির চূড়ান্ত পর্বের (ওয়ার্ল্ড ফাইনালস) প্রথম বিচারক হয়েছিলেন শাহরিয়ার মনজুর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেভারলি হিলসে ২৭তম এসিএম আইসিপিসির চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শাহরিয়ার মনজুর সেই আসরে আটজন বিচারকের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০১৮ সাল পর্যন্ত টানা আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালসের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ভিসা না পাওয়ায় ২০০৩ ও ২০০৪ সালের চূড়ান্ত পর্বে সশরীর অংশ নিতে পারেননি শাহরিয়ার মনজুর। তবে ২০০৫ সালে চীনের সাংহাইতে অনুষ্ঠিত আইসিপিসির চূড়ান্ত পর্বে সশরীর অংশগ্রহণ করেন তিনি।
শাহরিয়ার মনজুর যখন প্রথম আইসিপিসির বিচারক হয়েছিলেন, তখন তাঁর বয়স ছিল ২৬ বছর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার কৌশলে স্নাতক হয়ে সবে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন রাজধানীর সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে। শাহরিয়ার মনজুর প্রথম আলোকে বলেন, ‘কায়কোবাদ স্যার (অধ্যাপক ড. এম কায়কোবাদ) একটি ই–মেইল কয়েকজনকে পাঠিয়েছিলেন ২০০২ সালে। আইসিপিসির চূড়ান্ত পর্বের জন্য প্রশ্ন (প্রবলেম) পাঠানোর ই–মেইল ছিল সেটা। আমিও প্রশ্ন পাঠাই। আমারটা ২০০৩ সালের জন্য নির্বাচিত হয়ে যায়।’ শাহরিয়ার মনজুর বর্তমানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান। পাশাপাশি তিনি প্রোগ্রামিং প্রতিযোগিতার প্রশ্নকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রবলেমসেটারসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
২৫ মার্চ ১৮৫৭
ফোনোটোগ্রাফ যন্ত্রের পেটেন্ট পেলেন এদোয়ার্দ–লিও স্ক দে মারতাভিল
ফরাসি মুদ্রক, বই বিক্রেতা ও উদ্ভাবক এদোয়ার্দ-লিও স্ক দে মারতাভিল শব্দ ধারণ করার প্রথমদিককার যন্ত্র ফোনোটোগ্রাফের পেটেন্ট স্বত্ব পান। ফ্রান্সে তিনি এই পেটেন্ট পেয়েছিলেন। ফোনোটোগ্রাফকে শব্দ ধারণের সবচেয়ে প্রাচীন যন্ত্র ধরা হয়। এটি মানুষের বলা কথা ধারণ করে (রেকর্ডিং) রাখতে পারত।
২৫ মার্চ ১৯৯৬
ডিভিডিতে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ‘টুইস্টার’
যুক্তরাষ্ট্রে ডিভিডি (ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক) মাধ্যমে টুইস্টার চলচ্চিত্র মুক্তি পায়। ডিভিডিতে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র হিসেবে এটিকে ধরা হয়। এর ১১ দিন পরে টুইস্টার যুক্তরাষ্ট্রে এইচবিও টেলিভিশন চ্যানেলে মুক্তি পায়।
২৫ মার্চং ১৯৯৯
উইকিউইকিওয়েব চালু করল উইকি
ব্যবহারকারী সম্পাদনা করতে পারবেন, এমন সুবিধার প্রথম ওয়েবসাইট উইকিউইকিওয়েব চালু করল উইকি। প্রোগ্রামার ওয়ার্ড কানিংহ্যাম এটি তৈরি করে প্রকাশ করেন। ২০১৫ সালের পর থেকে এটি রিড–অনলি আর্কাইভ হিসেবে রয়েছে। উইকি সফটওয়্যার ওয়েবসাইট পরিচালনা করতে পারবে, এমন ভাবনা থেকে উইকিউইকিওয়েব নামকরণ। পরবর্তীকালে এর নাম রাখা হয় উইকিবেস।