জার্মান কম্পিউটার পথিকৃৎ কনরাড আর্নেস্ট অটো সুজে গণনা করার স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবনের পেটেন্টস্বত্বের জন্য আবেদন করেন। জার্মানির প্রথম কম্পিউটার ‘জেড–১’–এর জন্য যখন তিনি কাজ করছিলেন, তখন এই পদ্ধতি উদ্ভাবন করেন।
সুজে ‘কম্বিনেশন মেমোরি’ নামে প্রোগ্রাম করা যায়, এমন মেমোরির কথা প্রথম আলোচনায় আনেন।
১১ এপ্রিল ১৯৩৬
জার্মান কম্পিউটার নির্মার্তা কনরাড সুজের পেটেন্ট আবেদন
জার্মান কম্পিউটার পথিকৃৎ কনরাড আর্নেস্ট অটো সুজে গণনা করার স্বয়ংক্রিয় পদ্ধতি উদ্ভাবনের পেটেন্টস্বত্বের জন্য আবেদন করেন। জার্মানির প্রথম কম্পিউটার ‘জেড–১’–এর জন্য যখন তিনি কাজ করছিলেন, তখন এই পদ্ধতি উদ্ভাবন করেন।
সুজে ‘কম্বিনেশন মেমোরি’ নামে প্রোগ্রাম করা যায়, এমন মেমোরির কথা প্রথম আলোচনায় আনেন। কম্পিউটারে সংরক্ষণ করার জন্য কোনো প্রোগ্রাম বিভিন্ন বিটের সমন্বয় বিষয়টির বর্ণনা করেন। এটিই প্রথম যন্ত্র যা বাইনারি সংখ্যায় গণনা করতে পারত, সঙ্গে একে দশমিকেও রূপান্তর করতে পারত। সুজে ধারাবাহিকভাবে বেশ কিছু কম্পিউটার নির্মাণ করেন।
জার্মানির বার্লিনে ১৯১০ সালের ২২ জুন কনরাড সুজে জন্মগ্রহণ করেন। টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বার্লিনে তিনি লেখাপড়া করেন। কম্পিউটারবিজ্ঞান ও কম্পিউটার প্রকৌশল ছিল তাঁর কাজের ক্ষেত্র। জার্মান জেড–৩, জেড–৪ কম্পিউটার তৈরির সঙ্গে তিনি জড়িত ছিলেন। সুজে ১৯৬৪ সালে ওয়ার্নার ফন সিমেন্স রিং পুরস্কার পান। এ ছাড়া তিনি হ্যারি এইচ গুডে মেমোরিয়াল অ্যাওয়ার্ড (১৯৬৫), উইলহেম এক্সনার পদক (১৯৬৯), অর্ডার অব দ্য মেরিট অব দ্য ফেডারেল রিপাবলিক অব জার্মানি (১৯৭২) ও কম্পিউটার হিস্ট্রি মিউজিয়াম ফেলো পুরস্কার (১৯৯৯) পেয়েছেন। সুজে ১৯৯৫ সালের ১৮ ডিসেম্বর মারা যান।