ভিডিও কলের জন্য অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ফিল্টার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
ভিডিও কলের জন্য অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির ফিল্টার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে আসছে এআর ফিল্টার,যেসব সুবিধা পাওয়া যাবে

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। কিন্তু হঠাৎ বন্ধু বা পরিচিত কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় চেহারা ও আশপাশের পরিবেশ নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ভিডিও কলের সময় অগমেন্টেড রিয়েলিটি (এআর) প্রযুক্তির বিভিন্ন ফিল্টার ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এরই মধ্যে হোয়াটসঅ্যাপের আইওএস ২৪.১৭.১০.৭৪ বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে এ সুবিধা ব্যবহার করা যাচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।

ডব্লিউএবেটাইনফোর তথ্যমতে, হোয়াটসঅ্যাপের ভিডিও কলে এআর ফিল্টার সুবিধা চালু হলে ব্যবহারকারীরা ভিডিও কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ফেশিয়াল ফিল্টার ব্যবহার করতে পারবেন। ফলে মেকআপ ছাড়াই চেহারা সুন্দর দেখাবে। এ ছাড়া কম আলোতে স্বচ্ছন্দে ভিডিও কল করার জন্য লো লাইট মোডও ব্যবহার করা যাবে।

এআর ফিল্টারের মাধ্যমে পটভূমিরও পরিবর্তন করা যাবে। শুধু তা–ই নয়, চাইলে ব্যাকগ্রাউন্ড এডিটিং টুল ব্যবহার করে পটভূমি ঝাপসা করারও সুযোগ মিলবে। ফলে যেকোনো স্থান থেকে স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের অভিজ্ঞতা আরও উন্নত হবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: নিউজ১৮ ডটকম