ইউটিউবে নিজস্ব চ্যানেল চালু করে বিভিন্ন বিষয়ের ভিডিও নিয়মিত প্রকাশ করেন অনেকেই। কিন্তু নিজেদের তৈরি ভিডিওতে অন্যের কপিরাইট বা মেধাস্বত্ব করা গান ব্যবহার করে বিপদে পড়েন কেউ কেউ। ফলে ভিডিও থেকে সেই গান মুছে ফেলতে বাধ্য হন তাঁরা। কিন্তু একই ভিডিওতে একাধিক গান ব্যবহার করা হলে কপিরাইট লঙ্ঘন করা গানটি মুছে ফেলতে বেশ সমস্যা হয়। কনটেন্ট বা আধেয় নির্মাতাদের এ সমস্যা সমাধানে নিজেদের ‘ইরেজ সং’ টুল হালনাগাদ করেছে ইউটিউব। নতুন সংস্করণের টুলটি কাজে লাগিয়ে ভিডিওতে একাধিক গান ব্যবহার করা হলেও শুধু কপিরাইট লঙ্ঘন করা গান মুছে ফেলা যাবে।
ইউটিউবের তথ্যমতে, ইরেজ সং টুলটির হালনাগাদ সংস্করণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অ্যালগারিদম ব্যবহার করা হয়েছে। ফলে একাধিক গানযুক্ত ভিডিও থেকে সহজেই নির্দিষ্ট গান খুঁজে বের করে সেটি মুছে ফেলতে পারে। এ বিষয়ে খুদে ব্লগ লেখার সাইট এক্সে ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন জানিয়েছেন, কনটেন্ট বা আধেয় নির্মাতাদের জন্য সুসংবাদ। হালনাগাদ করা ইরেজ সং টুল ভিডিওতে থাকা অন্য কোনো গানের ক্ষতি না করেই কপিরাইট লঙ্ঘন করা গান সহজে মুছে ফেলতে সাহায্য করবে।
প্রসঙ্গত, ইউটিউবের নীতিমালা অনুযায়ী অন্যের ভিডিও বা অডিও ব্যবহার করলে ভিডিওকে আবার ব্যবহার করা কনটেন্ট হিসেবে বিবেচনা করা হয়। শুধু তা-ই নয়, ভিডিওগুলোর নির্মাতারাও এ বিষয়ে অভিযোগ করতে পারেন। ফলে অন্যের মেধাস্বত্ব আছে, এমন কোনো ভিডিও আপলোড করলে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগে চ্যানেল বন্ধও হয়ে যেতে পারে।
সূত্র: ম্যাশেবল