হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

ফাইল আদান-প্রদানের নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ

অ্যান্ড্রয়েডের ‘নিয়ারবাই শেয়ার’ সুবিধার আদলে কাছাকাছি থাকা দুটি ফোনের মধ্যে ফাইল আদান-প্রদানের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সহজেই এক ফোন থেকে অন্য ফোনে বড় আকারের ফাইল দ্রুত আদান-প্রদান করতে পারবেন। এরই মধ্যে নিজেদের ‘বেটা ২.২৪.২.১৭’ সংস্করণ ব্যবহারকারীদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে নিয়মিত ফাইল আদান-প্রদান করেন অনেকেই। কিন্তু একসঙ্গে একাধিক ফাইল আদান-প্রদান করতে হলে বেশ সময়ের প্রয়োজন হয়। এ সমস্যা সমাধানের জন্যই অ্যান্ড্রয়েডের ‘নিয়ারবাই শেয়ার’ সুবিধার আদলে নতুন ফাইল স্থানান্তর সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে হোয়াটসঅ্যাপ।

নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা দ্রুত একাধিক বড় আকারের ফাইল আদান-প্রদান করতে পারবেন। ফলে অনলাইনে বারবার ফাইল পাঠানোর পরিবর্তে একসঙ্গে সব ফাইল এন্ড-টু-এন্ড এনক্রিপশন করে পাঠানো যাবে। এনক্রিপশন আকারে পাঠানোর কারণে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ আদান-প্রদান করা ফাইলের তথ্য জানতে পারবেন না।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস