টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব (২০১০) মার্ক জাকারবার্গ
টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব (২০১০) মার্ক জাকারবার্গ

প্রযুক্তির এই দিনে: ১৫ ডিসেম্বর

মার্ক জাকারবার্গ টাইম সাময়িকীর ‘ম্যান অব দ্য ইয়ার’

বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ২০১০ সালের সেরা ব্যক্তিত্ব (ম্যান অব দ্য ইয়ার) হিসেবে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে নির্বাচিত করে। সেই সময় ফেসবুকের ব্যবহারকারী ছিল ৫০ কোটির বেশি।

১৫ ডিসেম্বর ২০১০
মার্ক জাকারবার্গ টাইম সাময়িকীর ‘ম্যান অব দ্য ইয়ার’
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ২০১০ সালের সেরা ব্যক্তিত্ব (ম্যান অব দ্য ইয়ার) হিসেবে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে নির্বাচিত করে। সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ব্যবহারকারী ছিল ৫০ কোটির বেশি। টাইম ম্যাগাজিনের ১৫ ডিসেম্বর ২০১০ সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদনে স্থান পান মার্ক জাকারবার্গ। প্রচ্ছদে তাঁকে সংযোগকারী (দ্য কানেকটর) হিসেবে অভিহিত করা হয়।

কেনেথ হ্যারি ওলসেন

১৫ ডিসেম্বর ১৯৬৪
ম্যাগনেটিক কোর মেমোরির পেটেন্ট পেলেন কেনেথ ওলসেন
কম্পিউটারের ম্যাগনেটিক কোর মেমোরি উদ্ভাবনের পেটেন্ট স্বত্ব পান কেনেথ হ্যারি ওলসেন। কেনেথ (কেন) ওলসেন ১৯২৬ সালের ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে মার্কিন সাময়িকী ফরচুন তাঁকে আমেরিকান ব্যবসার ইতিহাসে সবচেয়ে সফল উদ্যোক্তা হিসেবে অভিহিত করে।
১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত মার্কিন নৌবাহিনীতে কাজ করার পর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউটে (এমআইটি) ভর্তি হন। এমআইটি থেকে তড়িৎ প্রকৌশলে তিনি স্নাতক (১৯৫০) ও স্নাতকোত্তর (১৯৫২) ডিগ্রি অর্জন করেন।

এমআইটির সহকর্মী হার‌ল্যান অ্যান্ডারসনকে নিয়ে ১৯৫৭ সালে ওলসেন ডিজিটাল ইকুইপমেন্ট করপোরেশন গঠন করেন। এই প্রতিষ্ঠান প্রিন্টেড সার্কিট লজিক মডিউল উৎপাদন করতে শুরু করে। পৃথিবীর প্রথম ছোট আকারের ইন্টার‌অ্যাকটিভ কম্পিউটারও তৈরি করে। ১৯৬০ সালে ডিজিটাল ইকুইপমেন্ট প্রোগ্রামড ডেটা প্রসেসর বা পিডিপি–১ তৈরি করে। ক্যাথোড রে টিউবের মনিটর ব্যবহার করা কম্পিউটার ছিল এটি। ১৯৬৫ সালে প্রতিষ্ঠানটি প্রথম ব্যাপকভাবে উৎপাদিত পিডিপি–৮ মিনি কম্পিউটার নিয়ে আসে। ষাটের দশকে ওলসেন স্যাচুরেবল সুইচ, ডায়োড ট্রান্সিফরমার গেট সার্কিট, ম্যাগনেটিক কোর মেমোরি ও লাইন প্রিন্টার বাফারের পেটেন্ট স্বত্ব লাভ করেন। ২০১১ সালের ৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।

আলতাভিস্তা সার্চ ইঞ্জিন

১৫ ডিসেম্বর ১৯৯৫
আলতাভিস্তা সার্চ ইঞ্জিন চালু
ইন্টারনেটে তথ্য খোঁজার জন্য আলতাভিস্তা সার্চ ইঞ্জিন চালু হয়। এটি সেই সময় দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ২০০৩ সালে ইয়াহু আলতাভিস্তা কিনে নেয়। তবে আলতাভিস্তা নামেই সার্চ ইঞ্জিনটি চালু ছিল। পরে গুগল সার্চ ইঞ্জিন আসার পর আলতাভিস্তা গুরুত্ব হারাতে থাকে। ২০১৩ সালের ৮ জুলাই ইয়াহু আলতাভিস্তা বন্ধ করে দেয়।