হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

ভয়েস মেসেজ লিখে দেবে হোয়াটসঅ্যাপ

ব্যক্তিগত বা পেশাগত কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর সময় অডিও কল করেন অনেকেই। কেউ আবার গুরুত্বপূর্ণ তথ্যের ভয়েস মেসেজ পাঠান। কিন্তু উচ্চারণ অস্পষ্ট হলে ভয়েস মেসেজের সব তথ্য শোনার পর বুঝতে পারেন না অনেক ব্যবহারকারী। শুধু তা-ই নয়, শ্রবণপ্রতিবন্ধীদের পক্ষেও ভয়েস মেসেজ শোনা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে ভয়েস মেসেজ লিখিত আকারে পড়ার সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।

ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন নামের এ সুযোগ চালু হলে যে কোনো ভয়েস মেসেজ এক ক্লিকেই পড়া যাবে। ফলে গুরুত্বপূর্ণ সব তথ্য সহজেই জানতে পারবেন ব্যবহারকারীরা। কোনো কারণে ভয়েস মেসেজে থাকা শব্দ শনাক্ত করতে না পারলে তা-ও জানাবে হোয়াটসঅ্যাপ। ফলে তথ্য বিকৃতির আশঙ্কা কম হবে।

প্রাথমিকভাবে হালনাগাদ আইওএস সংস্করণে চলা আইফোনে এ সুবিধা চালু করা হতে পারে। ভয়েস মেসেজ ট্রান্সক্রিপশন তৈরির কাজ প্রাথমিক পর্যায়ে থাকায় কবে নাগাদ উন্মুক্ত হবে, এ বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: বিজিআরডটকম