নিজের প্রতিষ্ঠিত সফটওয়্যার প্রতিষ্ঠানে মনোয়ার ইকবাল। গতকাল রোববার ঢাকায়
নিজের প্রতিষ্ঠিত সফটওয়্যার প্রতিষ্ঠানে মনোয়ার ইকবাল। গতকাল রোববার ঢাকায়

প্রথম আলোর সংবাদ পড়ে বিষণ্নতা কাটালাম, হয়ে উঠলাম তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা

১০ বছরের ব্যবধানে এখন দেশে-বিদেশে ১০টি অফিস। দেশের সফটওয়্যার শিল্প খাতে উদ্যোক্তা মনোয়ার ইকবালের প্রতিষ্ঠান প্রাইডসিস আইটি লিমিটেডের অবস্থান প্রথম সারিতে। প্রাইডসিস মূলত যেকোনো প্রতিষ্ঠানের কার্যক্রমকে স্বয়ংক্রিয় (অটোমেশন) করার সফটওয়্যার তৈরি করে। কীভাবে গড়ে তুললেন প্রাইডসিস? মনোয়ার ইকবাল জানালেন এর পেছনে আছে প্রথম আলোর অনুপ্রেরণা। প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে রাজধানীর কারওয়ান বাজারে সফটওয়্যার টেকনোলজি পার্কে নিজের অফিসে বসে সে গল্পই শোনালেন মনোয়ার ইকবাল।

গল্পটা ২০১৮ সালের। আমি তখন খুব সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলাম। কোনো কিছুই হচ্ছিল না। এত পড়াশোনা, এত এত কাজ করেও হতাশায় ডুবে গিয়েছিলাম। এভাবে কাটছিল আমার দিন। একদিন একটা অফিসে আমার কাজের একটা উপস্থাপনা দিতে গিয়ে অপেক্ষা করতে হচ্ছিল। তখন সামনের টেবিলে থাকা পত্রিকাটি হাতে নিয়ে পড়ছিলাম, হঠাৎ চোখে পড়ল ফ্রিল্যান্সিং নিয়ে একটি লেখা। সংবাদটি পড়ার পর বারবার মনে হচ্ছিল, ‘সে পারলে আমি পারব না কেন?’ এ প্রশ্নটাই মনের মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল। এই একটা খবরই আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমাকে পথ দেখিয়েছে। আমাকে হতাশা থেকে টেনে তুলেছে। এ জন্যই আমি মনে করি, প্রথম আলো আমার উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা। যে অনুপ্রেরণা নিয়ে আমি এখনো কাজ করে যাচ্ছি।

মজার ব্যাপার হলো, পরে গল্পটা বলতে গিয়ে আমি প্রথম আলোর সেই প্রতিবেদককে খুঁজেছি, শুধু তাঁকে ধন্যবাদ দেওয়ার জন্য। প্রথম আলোয় যোগাযোগ করে তাঁর ফোন নম্বর নিলাম, পরে শুনলাম প্রতিবেদক তখন রাশিয়ায়। ফুটবল বিশ্বকাপ দেখতে গেছেন। এরপর আর তাঁর সঙ্গে কথা বলা হয়ে ওঠেনি। কারণ, আমার চলে যেতে হয়েছে দেশের বাইরে, অফিসের কাজে। ২০২৩ সালে একদিন বেসিসের একটা অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করতে দেখি, তখন তাঁর সঙ্গে পরিচয় হয়।

একদিন সেই প্রতিবেদককে অফিসে আমন্ত্রণ জানাই। তিনি আমার গল্পটি শোনেন, কীভাবে আমি তাঁর লেখা প্রতিবেদন পড়ে নিজেকে বদলেছি। তখন তিনি বলেন, ‘আপনি তো নিজেই একজন অনুপ্ররেণা, আপনাকে নিয়ে একটা ভালো সংবাদ হয়।’ তখন আমি হাসি। তিনি বলেন, ‘আসলেই আপনি যেমন একজনের প্রতিবেদন দেখে অনুপ্ররণা পেয়েছেন, তেমনি আপনার বদলে যাওয়ার গল্প পড়ে অনেকেই অনুপ্ররণা পাবে। স্বপ্ন দেখতে শুরু করবে।’ তারপর ৪ আগস্ট ২০২৩ সালে আমাকে নিয়ে প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়। শিরোনাম ছিল, ‘তিনি এখন কর্মীদের বেতন দেন মাসে ৯০ লাখ টাকা’। এটি পড়ে অনেকে অভিনন্দন জানিয়েছে, অনেকে অনুপ্ররণা পেয়েছে। ধন্যবাদ প্রথম আলো।

অনুলিখিত

মনোয়ার ইকবাল: প্রাইডসিস আইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)