উইলিয়াম হিউলেট
উইলিয়াম হিউলেট

প্রযুক্তির এই দিনে: ২০ মে

উইলিয়াম হিউলেটের জন্মদিন

উইলিয়াম হিউলেটের জন্মদিন। বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা এইচপির নামের সঙ্গে আছেন দুই ব্যক্তি। তাঁদের একজন উইলিয়াম রেডিংটন হিউলেট। আজ তাঁর জন্মদিন।

২০ মে ১৯১৩
উইলিয়াম হিউলেটের জন্মদিন
এইচপি বললে কম্পিউটারপ্রেমী সবাই চিনবেন। বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা এইচপির নামের সঙ্গে আছেন দুই ব্যক্তি। তাঁদের একজন উইলিয়াম রেডিংটন হিউলেট। আজ থেকে ৯০ বছর আগে যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন হিউলেট। পেশায় প্রকৌশলী উইলিয়াম হিউলেট এইচপির সহপ্রতিষ্ঠাতা হিসেবে প্রযুক্তিজগতে স্মরণীয়। ডেভিড প্যাকার্ডের সঙ্গে মিলে ১৯১৩ সালের ১ জানুয়ারি হিউলেট-প্যাকার্ড বা এইচপি গড়ে তোলেন। ১৯৬৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি এইচপির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬৮ থেকে ১৯৭৮ পর্যন্ত হিউলেট এইচপির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০১ সালের ১২ জানুয়ারি উইলিয়াম হিউলেট মারা যান।

সূত্র: কম্পিউটার হোপ