টিপস

কম্পিউটারে পেনড্রাইভ ফরম্যাট করবেন যেভাবে

পেনড্রাইভ
পেনড্রাইভ

ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভ নির্দিষ্ট সময় পরপর ফরম্যাট করতে হয়। এতে ফাইল স্থানান্তরের গতি বাড়ে। এ ছাড়া ফ্ল্যাশ ড্রাইভ অন্য কম্পিউটারে যুক্ত করলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকে। ফরম্যাট করলে ভাইরাস সংক্রমণের আশঙ্কা কমে যায়।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউএসবি ড্রাইভ বা পেনড্রাইভ ফরম্যাট করতে প্রথমে এটিকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর উইন্ডোজ ফাইল এক্সপ্লোরারে গিয়ে ফ্ল্যাশ ড্রাইভারের নামের ওপর কারসর রেখে ডান ক্লিক করতে হবে। এরপর ফরম্যাট নির্বাচন করে ফরম্যাট দিতে হবে। এ ছাড়া কুইক ফরম্যাটের মাধ্যমে দ্রুত ইউএসবি ড্রাইভ ফরম্যাট করা যায়। সাধারণত শুধু ফরম্যাটে ঘণ্টাখানেক সময়ের প্রয়োজন হতে পারে। তবে কুইক ফরম্যাটের মাধ্যমে কয়েক সেকেন্ডে কাজ হয়ে যায়। এ জন্য ডান ক্লিক করে ফরম্যাট অপশনে কুইক ফরম্যাটের পাশে টিক দিয়ে স্টার্ট বাটন চাপতে হবে।

ডিস্ক ইউটিলিটির মাধ্যমে ম্যাকওএসে পেনড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ ফরম্যাট করা যায়। এ জন্য অ্যাপ্লিকেশন ফোল্ডারে যেতে হবে। এরপর এক্সটার্নাল সেকশনে ফ্ল্যাশ ড্রাইভ বা পেনড্রাইভের নাম দেখা যাবে। এবার ডিস্ক ইউটিলিটির ওপরের অংশে ডান দিকে ইরেজে ক্লিক করতে হবে।

এবার ফরম্যাটের জন্য ইএক্স এফএটি নির্বাচন করতে হবে। উইন্ডোর নিচে দেখানো ইরেজে ক্লিক করতে হবে। নতুন একটি উইন্ডোতে প্রোগ্রেস লিস্ট দেখা যাবে। ইরেজ সম্পন্ন হলে নিচে দেখানো ডান বাটনে ক্লিক করতে হবে।