অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের কুইজ প্রতিযোগিতায় ক্লাসরুম জিনিয়াস নির্বাচিত হয়ে সাড়ে তিন লাখ টাকার শিক্ষাবৃত্তি পেয়েছে সাত শিক্ষার্থী। পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ৪৫ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে বিজয়ী ২৮ শিক্ষার্থীকে নিয়ে গত সোমবার টেন মিনিট স্কুল কার্যালয়ে অনুষ্ঠিত হয় ক্লাসরুম জিনিয়াসের চূড়ান্ত আসর। ইন্ডিভিজ্যুয়াল ও বাজার কুইজ রাউন্ডে বিভক্ত এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি সঠিক উত্তর দেওয়া সাত শিক্ষার্থীকে ক্লাসরুম জিনিয়াস হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীরা প্রত্যেকেই পেয়েছে ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তিসহ বিনা মূল্যে এক বছর টেন মিনিট স্কুলে কোর্স করার সুযোগ। চূড়ান্ত আসরে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীরা টেন মিনিট স্কুলে ছয় মাস বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ পেয়েছে।
বিজয়ী শিক্ষার্থীরা হলো সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ঋতভিক জোয়ারদার, মতিঝিল আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির বিহান পাল, ফরিদপুর জিলা স্কুলের সপ্তম শ্রেণির আহনাফ আকিফ, ময়মনসিংহ জিলা স্কুলের অষ্টম শ্রেণির তাহসান রেজা, মুন্সিগঞ্জ জেলার বনারী মাল্টিল্যাটেরাল হাইস্কুলের নবম শ্রেণির লামিয়া ইসলাম, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের দশম শ্রেণির ফারজানা ইয়াসমিন ও গাইবান্ধা জেলার আহম্মদ উদ্দিন শাহ্ শিশুনিকেতন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শাফকাত রহমান।
অনুষ্ঠানে টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আয়মান সাদিক বলেন, পড়াশোনা ও পরীক্ষার প্রস্তুতিকে সহজ করতে কাজ করছে টেন মিনিট স্কুল। পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে পড়াশোনার পাশাপাশি পরীক্ষার প্রস্তুতিকে সহজ করতেই এ আয়োজন।