প্রাইমারি ফোনের পাশাপাশি কম্পিউটারে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। এ জন্য প্রথমেই কিউআর কোড স্ক্যান করে কম্পিউটারের সঙ্গে প্রাইমারি ফোন যুক্ত করতে হয়। তবে কম্পিউটারে দেখানো কিউআর কোডটি অনেক সময় প্রাইমারি ফোনের ক্যামেরা স্ক্যান করতে পারে না। ফলে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা সম্ভব হয় না। এ সমস্যা সমাধানে কিউআর কোডের বদলে ফোন নম্বর ব্যবহারের সুযোগ চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।
কিউআর কোডের বদলে ফোন নম্বর ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালুর সুবিধা শিগগিরই উন্মুক্ত করা হবে। এরই মধ্যে নিজেদের অ্যান্ড্রয়েড অ্যাপের বেটা সংস্করণে এ সুবিধা যুক্ত করেছে মেটার মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি। ফলে বর্তমানে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা এ সুবিধা পরখ করতে পারছেন।
হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের লিংক ডিভাইস অপশনে নতুন এ সুবিধা যুক্ত করা হবে।
অপশনটি চালুর জন্য প্রথমে ফোনে আঙুলের ছাপ বা পিন ব্যবহার করে পরিচয় যাচাই করতে হবে। এরপর নতুন অপশনের লিংক উইথ ফোন নম্বর নির্বাচন করতে হবে।
এবার ফোন নম্বর লেখার পর কম্পিউটারের পর্দায় দেখানো ৮ সংখ্যার কোডটি ফোনে লিখলেই কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
সূত্র: গ্যাজেটস ৩৬০