রবার্ট ট্যাপেন মরিস প্রথম ব্যক্তি যিনি যুক্তরাস্ট্রের কম্পিউটার প্রতারণা ও অপব্যবহার আইন ১৯৮৬–এর অভিযুক্ত হন।
২৬ জুলাই ১৯৮৯
প্রথম কম্পিউটার ওয়ার্মের নির্মাতা রবার্ট মরিস দণ্ডিত
রবার্ট ট্যাপেন মরিস প্রথম ব্যক্তি যিনি যুক্তরাস্ট্রের কম্পিউটার প্রতারণা ও অপব্যবহার আইন ১৯৮৬–এর অভিযুক্ত হন। রবার্ট মরিস মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। ‘মরিস’ কম্পিউটার ওয়ার্মের (একধরনের ক্ষতিকর প্রোগ্রাম, যা নিজে নিজের প্রতিলিপি তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন কম্পিউটারে ছড়িয়ে পড়ে) জন্য তিনি বেশি পরিচিত। ১৯৮৮ সালে ২৩ বছর বয়সে এই ওয়ার্ম তৈরি করেন তিনি। মরিস ইন্টারনেটের প্রথম কম্পিউটার ওয়ার্ম হিসেবে চিহ্নিত। ওয়ার্মটি ইন্টারনেটে ছাড়ার এক বছর পর এর নির্মাতা রবার্ট মরিসকে দোষী সাব্যস্ত করে আদালত রায় দেন। আদালত মরিসকে কারাদণ্ড না দিয়ে পরবর্তী তিন বছর সামাজিক সংশোধনীর রায় দেন। একই সঙ্গে মরিসকে সামাজিক প্রতিষ্ঠানে ৪০০ ঘণ্টা কাজ করা এবং ১০ হাজার ৫০ ডলার জরিমানা করা হয়েছিল।
রবার্ট ট্যাপেন মরিসের জন্ম ১৯৬৫ সালের ৮ নভেম্বর। তিনি আরটিএম নামেও পরিচিত। মরিস যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ও কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। এখন তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক ও উদ্যোক্তা। পেশাজীবনের শুরুর দিকে মরিস ভায়াওয়েব নামের একটি উদ্ভাবনী উদ্যোগ (স্টার্টআপ) গড়ে তোলেন, যা পরে ইয়াহুর কাছে ৪ কোটি ৮০ লাখ ডলারে বিক্রি করেন। তাঁর বাবা প্রয়াত রবার্ট মরিস সিনিয়র ছিলেন ইউনিক্স অপারেটিং সিস্টেমের সহলেখক (বা সহ–প্রোগ্রামার) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কম্পিউটার সিকিউরিটি সেন্টারের প্রধান বিজ্ঞানী। ২০০৫ সালে রবার্ট ট্যাপেন মরিস আরও তিন অংশীদারকে নিয়ে ওয়াই কম্বিনেটর ম্যানেজমেন্ট নামের প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার করে এয়ারবিএনবি, কয়েনবেজ, ক্রুজ, ডোরড্যাশ, ড্রপবক্স, ইনস্টাকার্ট, কোরা, পেজার ডিউটি, রেডিট, স্ট্রাইপ ও টুইচসহ চার হাজার প্রতিষ্ঠান তাদের কাজ শুরু করেছে।
কর্নেল বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানে পড়ার সময় ১৯৮৮ সালের ২ নভেম্বর রবার্ট মরিস জুনিয়র এই পরীক্ষামূলকভাবে একটি প্রোগ্রাম লেখেন, যা নিজে নিজের প্রতিলিপি তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়বে। পরে এটি কম্পিউটার ওয়ার্ম হিসেবে সংজ্ঞায়িত হয়। রবার্ট মরিসের ওই ওয়ার্ম তৈরির মূল কারণ ছিল সেই সময়ে কম্পিউটার নেটওয়ার্কের অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার তুলে ধরা এবং নিরাপত্তা ত্রুটিগুলো দেখিয়ে দেওয়া।
২৬ জুলাই ১৯৯৬
ইন্টারনেট এক্সপ্লোরারের প্রসারে এটিঅ্যান্ডটি ও মাইক্রোসফট একজোট
মার্কিন টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি করপোরেশন এবং সফটওয়্যার নির্মাতা ওয়েবসাইট দেখার সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরারের প্রসারে জোট বাঁধে। এই জোটের চুক্তি এমনভাবে করা হয় যাতে এটিঅ্যান্ডটি তার ইন্টারনেট–সংযোগ এবং মাইক্রোসফট তার ইন্টারনেট এক্সপ্লোরার সফটওয়্যার দিয়ে বেশি বেশি ব্যবসা করতে পারে। এই চুক্তি করে এটিঅ্যান্ডটি আন্তর্জাতিক ফোনকল বাড়ানোর উদ্যোগ নেয়। এ জন্য মাইক্রোসফট অনলাইনভিত্তিক সফটওয়্যার বানানো শুরু করে। এই দুই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিল সেই সময়ে ব্রাউজার বাজারে এগিয়ে থাকা নেটস্কেপ নেভিগেটরের নির্মাতা নেটস্কেপ কমিউনিকেশন্স করপোরেশনের আধিপত্য কমিয়ে দেওয়া।
২৬ জুলাই ২০০৭
সাড়ে ৩৪ কোটি ডলারে বিক্রি হলো একটি ডোমেইন নাম
মার্কিন উদ্যোক্তা আর এইচ ডোনেলির কাছে একটি ইন্টারনেট ডোমেইন নাম বিক্রি হয়েছিল সাড়ে ৩৪ কোটি মার্কিন ডলারে, ভাবা যায়! বিজনেস ডটকম নামের এই ওয়েবঠিকানা এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ডোমেইন। বিজনেস ডটকম ডোমেইন নামের জন্য নিলামে ডাক শুরু হয়েছিল ৭৫ লাখ ডলার দিয়ে। শেষমেশ ডো জোনস ও নিউইয়র্ক টাইমসকে হারিয়ে আর এইচ ডোনেলি এটা কিনতে পারেন। বিজনেস ডটকম বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য নানারকম প্রযুক্তি ও কৌশলগত সেবা দিয়ে থাকে।