উইন্ডিডটকমে ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথ। আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে
উইন্ডিডটকমে ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথ। আজ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে

ঘূর্ণিঝড় হামুন এখন কত দূরে, দেখুন অনলাইনে

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হামুন। ঘূর্ণিঝড়টি আজ মঙ্গলবার রাত ৯টা থেকে ১১টার মধ্যে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। এ কারণে ঝুঁকিপূর্ণ ১০ জেলার ১৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার পাশাপাশি সারা দেশে নৌপথে সব নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড়ের তথ্য জানতে অনেকেই চোখ রাখছেন টেলিভিশন ও পত্রিকার ওয়েবসাইটে। অ্যাপের পাশাপাশি অনলাইনেও সরাসরি ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথের ছবি দেখার সুযোগ রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও ঘূর্ণিঝড়টির অবস্থান ও গতিপথ সম্পর্কে বিভিন্ন তথ্য জানা যাচ্ছে।

উইন্ডিডটকম

আবহাওয়ার পূর্বাভাস জানার জনপ্রিয় অ্যাপ ‘উইন্ডি’। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা অ্যাপটি ব্যবহার করে সরাসরি ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথের ছবি দেখতে পারবেন স্মার্টফোন ব্যবহারকারীরা। অ্যাপটির ওয়েব সংস্করণে প্রবেশ করেও এ সুযোগ পাওয়া যাবে।

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট

আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে ঘূর্ণিঝড় হামুনের অবস্থান ও গতিপথের ছবি দেখা যাবে। আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা জানার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনাও মিলবে ওয়েবসাইটটিতে।