ইনস্টাগ্রামের মতো স্ন্যাপচ্যাটের প্রোফাইলেও লিংক যুক্ত করা যাবে

ইনস্টাগ্রাম প্রোফাইলে বিভিন্ন তথ্যের পাশাপাশি লিংক যুক্ত করা যায়। এই লিংকে ক্লিক করে সহজেই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য বা দক্ষতা সম্পর্কে অন্যরা জানতে পারেন। এ সুবিধা দ্রুত জনপ্রিয়তা পাওয়ায় নিজ ব্যবহারকারীদের প্রোফাইলে লিংক যুক্ত করার সুযোগ চালু করতে যাচ্ছে স্ন্যাপচ্যাট। এ জন্য ‘লিংকট্রি’ নামের অনলাইন লিংক-সেবা দেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিও করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

বর্তমানে শুধু বিভিন্ন প্রতিষ্ঠান ও তারকাদের প্রোফাইলে লিংক যুক্ত করার সুযোগ দিয়ে থাকে স্ন্যাপচ্যাট। নতুন এ সুবিধা চালু হলে যেকোনো ব্যবহারকারী নিজেদের প্রোফাইলে লিংক যুক্ত করতে পারবেন। ফলে অন্য ব্যবহারকারীরা নিজেদের আগ্রহ বুঝে নির্দিষ্ট লিংকে ক্লিক করে সেই ব্যক্তি সম্পর্কে আগাম ধারণা নিতে পারবেন।

জানা গেছে, স্ন্যাপচ্যাটের প্রোফাইলে যুক্ত করা লিংকগুলো ‘লিংকট্রি’–তে সংরক্ষণ করা হবে। অর্থাৎ লিংকে ক্লিক করলেই অন্য ব্যবহারকারীরা লিংকট্রিতে থাকা তথ্য দেখতে পারবেন। চাইলেই যেকোনো সময় প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকা লিংকে নতুন তথ্য যুক্ত বা বাদ দেওয়া যাবে। ফলে হালনাগাদ জীবনবৃত্তান্তও লিংক আকারে প্রোফাইলের সঙ্গে যুক্ত করা যাবে।
সূত্র: গ্যাজেটস নাউ