আজকালকার দিনে ক্ষতিকর স্প্যাম মেইল যেন ব্যাপারই না। কারও মেইল বক্সে ৯০ শতাংশ পর্যন্ত স্প্যাম মেইল আসার ঘটনাও ঘটে। জানেন প্রথম কবে স্প্যাম মেইল পাঠানো হয়েছিল? দিনটি ১৯৭৮ সালের ৩ মে। সেদিন ডিজিটাল যন্ত্রপাতির বিপণনকারী গ্যারি থুয়ের্ক ডেকসিস্টেম-২০ কম্পিউটারের প্রচারণা চালাতে একটি বার্তা লিখছিলেন।
প্রথম স্প্যাম
আজকালকার দিনে ক্ষতিকর স্প্যাম মেইল যেন ব্যাপারই না। কারও মেইল বক্সে ৯০ শতাংশ পর্যন্ত স্প্যাম মেইল আসার ঘটনাও ঘটে। জানেন প্রথম কবে স্প্যাম মেইল পাঠানো হয়েছিল? দিনটি ১৯৭৮ সালের ৩ মে। সেদিন ডিজিটাল যন্ত্রপাতির বিপণনকারী গ্যারি থুয়ের্ক ডেকসিস্টেম-২০ কম্পিউটারের প্রচারণা চালাতে একটি বার্তা লিখছিলেন। এ বার্তায় নতুন পণ্যের গুণগান গাওয়া হয়েছিল। ডেকসিস্টেম-২০ কীভাবে আরপানেটে যুক্ত হয়ে কাজ করতে পারবে, সেটা ছিল প্রচারণামূলক এ বার্তার মূল কথা।
গ্যারি থুয়ের্ক এ বার্তা পাঠানোর পর দ্রুত প্রতিক্রিয়া পান। আর সেগুলো ছিল খুব নেতিবাচক। একজন জানিয়েছিলেন, এ বার্তা তাঁর কম্পিউটার বন্ধ (শাটডাউন) করে দিয়েছে। তাই গ্যারি থুয়ের্কের এ বার্তাকে আদি স্প্যাম হিসেবে ধরা হয়।
মাইকেল ডেল প্রতিষ্ঠা করলেন ডেল কম্পিউটার
বিশ্বখ্যাত পারসোনাল কম্পিউটার (পিসি) নির্মাতা ডেল কম্পিউটার করপোরেশন প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালের ৩ মে। সেই সময়ে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের ছাত্র মাইকেল ডেল অস্টিনে এই ডেল কম্পিউটার প্রতিষ্ঠা করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মাইকেল ডেলের ডরমিটরি থেকে চালানো হতো এই স্টার্টআপ। প্রথমে বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত যন্ত্রাংশ দিয়ে আইবিএম ঘরানার পিসি তৈরি করে বিক্রি করাই ছিল উদ্দেশ্য। ১৯৮৫ সালে ডেল প্রথম ‘টারবো পিসি’ নামে কম্পিউটার তৈরি করে। এর দাম ছিল ৭৯৫ ডলার। এতে ইনটেল ৮০৮৮ কমপ্যাটেবল প্রসেসর ব্যবহার করা হয়। প্রসেসরের গতি ছিল সর্বোচ্চ ৮ মেগাহার্টজ।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী কম্পিউটার তৈরি করে দিতেন মাইকেল ডেল। ফলে, দ্রুত গ্রাহক বাড়তে থেকে। ব্যবসা বাড়ানোর জন্য পরিবারের কাছ থেকে এক হাজার ডলার পেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন ডেল। পুরো সময় দেন ব্যবসায়। ২০২১ সালের এপ্রিল পর্যন্ত হিসাবে মাইকেল ডেলের মোট সম্পদের পরিমাণ ৫ হাজার কোটি (৫০ বিলিয়ন) মার্কিন ডলারের বেশি।
সূত্র: কম্পিউটারহিস্ট্রি ডটওআরজি ও কম্পিউটা হোপ