বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সফটএক্সপো-২০২৩–এর পর্দা নামল আজ রোববার। চার দিনের প্রযুক্তি মেলার শেষ দিনে দর্শনার্থীদের পদচারণে মুখর ছিল রাজধানীর অদূরে পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ–চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র। প্রতিদিনের মতো আজও মেলায় অনুষ্ঠিত হয়েছে বেশ কয়েকটি সেমিনার ও গোলটেবিল বৈঠক। বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ জানান, বেসিস সফটএক্সপোতে চার দিনে ৯২ হাজারের বেশি দর্শনার্থী এসেছেন। মেলায় মোট ২০৪টি প্রতিষ্ঠান তাদের সফটওয়্যারসহ বিভিন্ন সেবা প্রদর্শন করেছে।
বিজ্ঞাপন প্রযুক্তির সর্বাধুনিক ও সৃষ্টিশীল বৈশিষ্ট্য নিয়ে বেসিস সফটএক্সপোতে অংশগ্রহণ করে দেশীয় বিজ্ঞাপন প্রযুক্তি কোম্পানি ইনফোস্টেশন। স্টলটিতে গিয়ে দেখা গেছে আগ্রহী মানুষের ভিড়। দেশজ চাহিদা বিবেচনায় নিয়ে বাংলা কি-ওয়ার্ড, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কনটেকচুয়াল অ্যাড প্লেসমেন্টসহ বিভিন্ন বিজ্ঞাপন প্রযুক্তি প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে সাধারণ ব্যানার ও রিচ মিডিয়া অ্যাডের বাইরে ইন্টারঅ্যাকটিভ স্ক্রলার ফুটার, স্ক্রিন পপআউট, ইমেজ টেকওভারের মতো অংশগ্রহণমূলক ও উদ্ভাবনী বিজ্ঞাপনী আধেয় দেখানো হয় স্টলটিতে। ইনফো স্টেশনের পরিচালক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফয়সাল জানান, ‘মানুষে মানুষে যোগাযোগে প্রযুক্তি ও সৃষ্টিশীলতার সমন্বয় করছে ইনফোস্টেশন। ব্র্যান্ড বা প্রতিষ্ঠানগুলো যেন তাদের কাঙ্ক্ষিত গ্রাহক-ক্রেতাদের খুঁজে পায়, সে জন্য আমাদের গবেষক দল কাজ করে।’
মেলার শেষ দিন সকালে ‘স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), টেলিমেডিসিন ও স্মার্ট হেলথকেয়ার’ শিরোনামের ওই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. ফাতেমা আশরাফ বলেন, সুস্থ থাকতে হলে তার স্বাস্থ্য সম্পর্কে তথ্য থাকতে হবে। আর এ তথ্য বিশ্লেষণে এআই ব্যবহার করতে হবে।
সরকারের উচিত একটি মাল্টিডিসিপ্লিনারি কারিগরি কমিটি গঠন করা দরকার, যারা স্মার্ট হেলথ কেয়ার ও চিকিৎসায় এআইয়ের ব্যবহার সম্পর্কে সংশ্লিষ্ট নীতিমালা প্রণয়ন করবে। মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র মনের বন্ধুর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা বলেন, ‘শারীরিক স্বাস্থ্যের মতো মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালোভাবে করা যায় না। করোনার সময় আমরা অনলাইনে মানুষকে সেবা দিয়েছি। এতে খুব ভালো সাড়া পাওয়া গেছে।’ গোলটেবিল বৈঠকে আরও অংশ নেন হ্যালো ডক্টরের প্রতিষ্ঠাতা ফোরকান, ঢাকার নওয়াবগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট মুস্তাফ শিরা, আইসিডিডিআরবির গবেষক তারজীর আহমেদ, ডিআরআরএর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনসহ অনেকে।
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে বেসিসের মেলায়। এই কম্পিউটার গেমিংয়ে বিজয়ী হয়েছে টিম সেলেস্টিয়ালস। এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে ওয়াসাবি সাইরেন এবং টিম জেটস অফ। ৮টি দলে ৫০ জন নারী ই-স্পোর্টসে অংশ নেন। ই–স্পোর্ট ৮০টি দলে ৫০০ জন পুরুষ অংশ নিয়েছিলেন। ভ্যালোরেন্ট, সিএসগো, এমএলবিবি এবং ফিফা গেমে অংশ নেন তাঁরা। সিএসগো গেমে ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে টিম গ্রেড বাইবারস, দ্বিতীয় হয়েছে ম্যান আই লাভ ফিশিং। ভ্যালোরেন্ট গেমে চ্যাম্পিয়ন হয়েছে টিম এক্সেজেলিস স্পোর্টস, রানারআপ হয়েছে টিম হেড হান্টার্স।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সফটএক্সপো ২০২৩–এর সমাপনী দিন পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘২০২৫ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৫০০ কোটি মার্কিন ডলারে উন্নীতকরণ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।