শুধু এশিয়ার দেশগুলো নিয়ে আন্তর্জাতিক ইস্পোর্টস প্রতিযোগিতা ‘এশিয়ান চ্যাম্পিয়নস লিগ’ আয়োজন করবে চীনের ইস্পোর্টস প্রতিষ্ঠান ভিএসপিও। বিভিন্ন পর্বে বিভক্ত এ ইস্পোর্টস প্রতিযোগিতা আগামী বছর শুরু হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত মঙ্গলবার চীনের সাংহাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ আয়োজনের ঘোষণা দিয়ে ভিএসপিও জানিয়েছে, চীনের দুটি বৃহত্তম ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান টেনসেন্ট, নেটইজসহ সৌদি আরবের স্যাভি গেমস গ্রুপের সহায়তায় যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে। স্যাভি গেমস গ্রুপের ভাইস চেয়ারম্যান সৌদি যুবরাজ ফয়সাল বিন বন্দর বিন সুলতান আল সৌদ প্রতিযোগিতার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে সৌদি আরবের যুবরাজ ফয়সাল বিন বন্দর বিন সুলতান আল সৌদ জানান, অফলাইন প্রতিযোগিতার তুলনায় ইস্পোর্টস প্রতিযোগিতা গেমারদের সামনে নতুন সুযোগ তৈরি করবে। এই প্রতিযোগিতার মাধ্যমে সব খেলোয়াড় অনলাইনে খেলার সুযোগ পাবেন। একটি আঞ্চলিক প্রতিযোগিতা হিসেবে বড় আয়োজন হবে এশিয়ান চ্যাম্পিয়নস লিগ।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, চায়না ডেইলি