‘জুম ক্লিপস’ সুবিধা চালু করেছে ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম
‘জুম ক্লিপস’ সুবিধা চালু করেছে ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম

সভার নির্দিষ্ট অংশ ধারণ ও সম্পাদনার সুযোগ চালু করল জুম

ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজে নিয়মিত জুম সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে সভা করেন অনেকেই। কেউ আবার নিয়মিত অনলাইন ক্লাসও করেন। অনলাইন সভা বা ক্লাসের পুরো ভিডিও ধারণ করা বেশ সময়সাপেক্ষ বিষয়। শুধু তা–ই নয়, প্রয়োজনের সময় দ্রুত গুরুত্বপূর্ণ তথ্য জানতে বেশ সমস্যা হয়। ব্যবহারকারীদের এ সমস্যা সমাধানে ‘জুম ক্লিপস’ সুবিধা চালু করেছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুম।

জুমের তথ্যমতে, অনলাইনে সভা চলাকালে জুম ক্লিপসের মাধ্যমে সহজেই ভিডিও ধারণ করা যাবে। ধারণ করা ভিডিও ব্যবহারকারীদের ম্যানেজমেন্ট সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ হবে। ফলে ভিডিওগুলো কোন কোন ব্যক্তি দেখতে পারবেন, তা উল্লেখ করলেই নির্বাচিত ব্যক্তিরা সেগুলো অনলাইনে দেখতে পারবেন। চাইলে ভিডিওগুলো যেকোনো সময় জুম সভায় অংশ না নেওয়া পরিচিত ব্যক্তি বা সহকর্মীদের পাঠানো যাবে।

জুম ক্লিপসের মাধ্যমে ভিডিওতে অপ্রাসঙ্গিক কোনো তথ্য বা ছবি থাকলে, সেগুলো সম্পাদনাও করা যাবে। ফলে ব্যস্ততার কারণে অংশ নিতে না পারা ব্যক্তিদের সভার উল্লেখযোগ্য অংশের ভিডিও সহজেই দেখানো যাবে।

জুম ক্লিপস বেসিক সংস্করণে সর্বোচ্চ দুই মিনিট দৈর্ঘ্যের পাঁচটি ভিডিও সংরক্ষণ করা যাবে। অপর দিকে অর্থের বিনিময়ে জুম ক্লিপস প্লাস সংস্করণ ব্যবহার করলে আকারে বড় ও বেশি ভিডিও ধারণ করার সুযোগ মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া