টিকটক
টিকটক

টিকটকে প্রাপ্তবয়স্কদের জন্য আলাদা ভিডিও তৈরি করা যাবে

প্রাপ্তবয়স্কদের উপযোগি আলাদা ভিডিও তৈরি করা যাবে টিকটকে। শুধু তাই নয়, এসব ভিডিওতে দর্শকদের বয়সসীমাও উল্লেখ করতে পারবেন নির্মাতারা। ফলে ১৮ বছরের নিচের দর্শকেরা ভিডিওগুলো দেখতে পারবেন না। নতুন এ সুবিধা দিতে অডিয়েন্স কন্ট্রোল সুবিধা আরও বড় পরিসরে চালুর উদ্যোগ নিয়েছে ভিডিও–নির্ভর সামাজিক মাধ্যমের অ্যাপটি।

অডিয়েন্স কন্ট্রোল নামের এ সুবিধা কাজ লাগিয়ে চাইলেই টিকটকে অশ্লীল বা ভীতিকর ভিডিও পোস্ট করা যাবে না। টিকটকের হালনাগাদ গোপনীয়তা নীতিমালা ও কমিউনিটি নির্দেশিকা অনুসরণ করেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উপযোগী ভিডিও তৈরি করতে হবে। ফলে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সহজেই নিজেদের পছন্দমতো ভিডিও দেখতে পারবেন। শুধু তা–ই নয়, এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও নির্মাতা প্রতিষ্ঠানও টিকটক ব্যবহারকারীদের বয়স অনুযায়ী ভিডিও প্রচার করতে পারবে।

এক ব্লগ বার্তায় টিকটক কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাতাদের ভিডিও অনুযায়ী দর্শকদের বয়স নির্ধারণের সুযোগ দিতে অডিয়েন্স কন্ট্রোল সুবিধার পরিধি বৃদ্ধি করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এ সুবিধা সবার জন্য উন্মুক্ত করা হবে।

বর্তমানে অডিয়েন্স কন্ট্রোল সুবিধা কাজে লাগিয়ে কেবল টিকটক লাইভ ভিডিওতে দর্শকদের বয়স নির্ধারণ করা যায়। অর্থাৎ নির্দিষ্ট বয়সের দর্শকেরাই শুধু লাইভ ভিডিও দেখতে পারেন। ফলে কিশোর-কিশোরীরা চাইলেই প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের উপযোগী লাইভ ভিডিও দেখতে পারে না।
সূত্র: ম্যাশেবল