পেশাজীবীদের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে একে অপরের সঙ্গে আলোচনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিও পাওয়া যায়। ফলে সহজেই পছন্দের চাকরির সন্ধান মিলে থাকে। তাই পেশাজীবীদের উপযোগী বিভিন্ন সুবিধা নিয়মিত চালু করে থাকে যোগাযোগমাধ্যমটি। কিন্তু এবার হঠাৎই নিজেদের ‘অডিও ইভেন্টস’ সুবিধা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ। নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী ৩১ ডিসেম্বরের পর এ সুবিধা আর ব্যবহার করা যাবে না।
লিংকডইনের তথ্যমতে, অডিও ইভেন্টস ও লিংকডইন লাইভ সুবিধা একীভূত করা হবে। ফলে অডিও স্ট্রিমিং সেবাটি আর আলাদাভাবে ব্যবহারের সুযোগ থাকবে না। নতুন এ সিদ্ধান্তের ফলে আগামী ২ ডিসেম্বরের পর থেকে লিংকডইনে নতুন কোনো অডিও ইভেন্ট শিডিউল করা যাবে না। তবে ৩১ ডিসেম্বরের মধ্যে যেসব ইভেন্ট শিডিউল করা হয়েছে, সেগুলো নির্ধারিত সময় অনুযায়ী চলবে।
২০২২ সালে লিংকডইন অডিও ইভেন্টস সুবিধা চালু করে। এটি পেশাজীবীদের মধ্যে বেশ পরিচিতি লাভ করে। সুবিধাটি মূলত এক্সের (সাবেক টুইটার) স্পেসেস ও ক্লাবহাউসের বিকল্প হিসেবে অনেকেই নিয়মিত ব্যবহার করেন।
সূত্র: ম্যাশেবল