হোয়াটসঅ্যাপে তারিখ অনুযায়ী বার্তা খোঁজা যাবে
হোয়াটসঅ্যাপে তারিখ অনুযায়ী বার্তা খোঁজা যাবে

তারিখ ধরে বার্তা খোঁজা যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপে বিনিময় করা পুরোনো বার্তা খুঁজে পেতে অনেকেরই সমস্যা হয়। বার্তা অনেক দিন আগে বিনিময় করলে তো কথাই নেই, খুঁজে পেতে সময়ের পাশাপাশি পরিশ্রমও করতে হয়। তবে চিন্তার কিছু নেই, শিগগিরই তারিখ অনুযায়ী বার্তা খোঁজা যাবে হোয়াটসঅ্যাপে। এরই মধ্যে আইওএসের ২২.২৪. ০.৭৭ বেটা সংস্করণ ব্যবহারকারীদের জন্য এ সুবিধা উন্মুক্ত করেছে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি।

নতুন এ সুবিধা কাজে লাগিয়ে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের বার্তা তারিখ অনুযায়ী খোঁজা যাবে। এ জন্য চ্যাট পাতায় যুক্ত করা হবে ক্যালেন্ডার অপশন। ফলে ক্যালেন্ডারে তারিখ নির্বাচন করলেই সেই দিনে বিনিময় করা সব হোয়াটসঅ্যাপ বার্তা দেখা যাবে।

বর্তমানে হোয়াটসঅ্যাপের চ্যাট পাতার অনুসন্ধান টুল ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তি বা বিষয়ের বিনিময় করা বার্তা অনুসন্ধান করা যায়। তবে অনুসন্ধানে একই নাম বা বিষয়ে একাধিক বার্তা দেখা যাওয়ায় প্রয়োজনীয় বার্তা খুঁজে পেতে বেশ সমস্যা হয়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া