অর্থনৈতিক মন্দার আশঙ্কায় সম্প্রতি মেটা, মাইক্রোসফট, গুগলসহ শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করেছে। এবার এ তালিকায় যুক্ত হচ্ছে অর্থ স্থানান্তরের অনলাইন প্ল্যাটফর্ম পেপাল। প্রায় দুই হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি, যা মোট কর্মীর প্রায় ৭ শতাংশ। উল্লেখ্য, সহজে ফ্রিল্যান্সিং আয় সংগ্রহের সুযোগ থাকায় ফ্রিল্যান্সারদের কাছে খুবই জনপ্রিয় পেপাল।
পেপালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যান শুলম্যান জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কর্মী ছাঁটাই শুরু হবে। চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ব্যয় কমাতে বিভিন্ন কাজ করেছি। আরও অনেক কিছু করার রয়েছে। পরিবর্তন মোকাবিলায় আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে, যা আমাদের অনেক সহকর্মীর ওপর বিরূপ প্রভাব ফেলবে।’ ছাঁটাই হতে যাওয়া কর্মীদের অবদান স্বীকার করে আগাম ধন্যবাদও জানান তিনি।
১৯৯৮ সালে যাত্রা শুরু হয় পেপালের। এরপর অনলাইন পেমেন্টের ক্ষেত্রে দ্রুতই জনপ্রিয় হতে থাকে প্রতিষ্ঠানটি। বর্তমানে ২০০টির বেশি দেশে অনলাইনে অর্থ স্থানান্তর করে থাকে পেপাল।
উল্লেখ্য, করোনা মহামারির শুরুর দিকে পেপালের শেয়ারের দাম তিন গুণ বেড়ে যায়। তবে সম্প্রতি অর্থনৈতিক মন্দার আশঙ্কা এবং ই-কমার্স নির্ভরতা তুলনামূলক কমে যাওয়ায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: দ্য টাইমস