এআই কণ্ঠস্বর প্রতারণায় অর্থ খোয়ালেন কানাডীয় দম্পতি

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি
ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মানুষের জন্য যেমন কল্যাণ বয়ে আনতে পারে, তেমনি হয়ে উঠতে পারে ভয়ংকর হুমকি। এমনই এক ঘটনার সাক্ষী হয়েছেন কানাডীয় এক দম্পতি। এআই প্রযুক্তি কাজে লাগিয়ে প্রতারক চক্র তাঁদের ছেলের কণ্ঠস্বরসদৃশ এআই কণ্ঠ ব্যবহার করে হাতিয়ে নিয়েছে ২১ হাজার ডলার।

জানা গেছে, সম্প্রতি ছেলের কণ্ঠস্বরসদৃশ এআই ভয়েস ব্যবহার করে দম্পতির কাছে ডলার চেয়ে ফোন করে একদল প্রতারক। এর কিছু সময় পর আইনজীবী পরিচয়ে জানানো হয়, তাঁদের সন্তান গাড়ি দুর্ঘটনায় একজনকে হত্যার দায়ে জেলে রয়েছেন।

আইনি সহায়তার জন্য ২১ হাজার ডলারের প্রয়োজন। ছেলের নকল কণ্ঠস্বর এতটাই নিখুঁত ছিল যে দ্রুত বিটকয়েনের (ভার্চ্যুয়াল মুদ্রা) মাধ্যমে প্রতারকদের ঠিকানায় ডলার পাঠিয়ে দেন তাঁরা। তবে সন্ধ্যায় ছেলে ফোন করলে ভুল ভাঙে তাঁদের। বুঝতে পারেন, তাঁরা প্রতারিত হয়েছেন।

এই দম্পতির ছেলে বেনজামিন পার্কিন এ বিষয়ে জানিয়েছেন, ‘আমার কণ্ঠ নকল করে প্রথমে আমার পিতা-মাতাকে কল করা হয়। টাকাও চাওয়া হয়। এরপর ফোন করেন সাজানো এক আইনজীবী। কণ্ঠটি অবিকল আমার কণ্ঠের মতোই ছিল। এখানে অবিশ্বাস করার কোনো সুযোগই ছিল না।’

পার্কিনের কণ্ঠ কীভাবে নকল করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইউটিউব ভিডিও থেকে পার্কিনের কণ্ঠস্বর সংগ্রহ করে এআই প্রযুক্তির মাধ্যমে এআই ভয়েস তৈরি করেছে প্রতারক চক্র।

সূত্র: বিজনেস ইনসাইডার