কম্পিউটার বিজ্ঞানে প্রথম নারী পিএইচডি বারবারা লিসকভ
কম্পিউটার বিজ্ঞানে প্রথম নারী পিএইচডি বারবারা লিসকভ

প্রযুক্তির এই দিনে: ৭ নভেম্বর

কম্পিউটার বিজ্ঞানে প্রথম নারী পিএইচডি বারবারা লিসকভ

কম্পিউটার বিজ্ঞানে প্রথম নারী পিএইচডি ডিগ্রি অর্জনকারী বারবারা লিসকভ জন্মগ্রহণ করেন। তাঁর পিএইচডির বিষয় ছিল দাবা খেলার কম্পিউটার প্রোগ্রাম।

৭ নভেম্বর ১৯৩৯
কম্পিউটার বিজ্ঞানে প্রথম নারী পিএইচডি বারবারা লিসকভের জন্ম
কম্পিউটার বিজ্ঞানে প্রথম নারী হিসেবে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ১৯৬৮ সালে পিএইচডি অর্জন করেন বারবারা লিসকভ। তাঁর পিএইচডি অভিসন্দর্ভের (থিসিস) বিষয় ছিল দাবা খেলার কম্পিউটার প্রোগ্রাম। বারবারা লিসকভ ১৯৩৯ সালের ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। কম্পিউটারের প্রোগ্রামিং ভাষার উন্নয়নে এই কম্পিউটার বিজ্ঞানীর বিশেষ অবদান রয়েছে। স্বীকৃতি হিসেবে বারবারা লিসকভ ২০০৮ সালে টুরিন পুরস্কার অর্জন করেন। কম্পিউটার প্রযুক্তির ‘নোবেল’খ্যাত টুরিন পুরস্কার পাওয়া দ্বিতীয় নারী তিনি। এ ছাড়া আইইইই জন ফন ন্যুম্যান পদকও পেয়েছেন তিনি। বর্তমানে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ইনস্টিটিউট অধ্যাপক এবং প্রকৌশল বিষয়ের ফোর্ড অধ্যাপক। বারবারা বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্পে নেতৃত্ব দেন। এগুলোর মধ্যে ছিল ছোট ও কম খরচের ভেনাস অপারেটিং সিস্টেম। তিনি এমআইটির প্রোগ্রামিং মেথডোলজি গ্রুপের নেতৃত্বও দেন।

ক্লিফোর্ড শ জস

৭ নভেম্বর ১৯৬০
জস অপারেটিং সিস্টেম তৈরি শুরু
র‌্যান্ড করপোরেশনের জনিয়াক কম্পিউটারে একই সময়ে একাধিক কম্পিউটারে কথোপকথন চালানোর জন্য দ্য জনিয়াক ওপেন শপ সিস্টেম (জস) তৈরি শুরু হয়। গণিতবিদ ক্লিফোর্ড শ জস এটি তৈরি করেন। জসের মাধ্যমে টাইম শেয়ারিং সুবিধা চালু হওয়ার আগে প্রোগ্রামারদের পাঞ্চ কার্ডে প্রোগ্রাম লেখা ও ফলাফল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো। কারণ, তখন একসঙ্গে একজন বা একটি দল শুধু কাজ করতে পারত।

ডব্লিউএক্সওয়াইসি প্রথম বেতারকেন্দ্র, যেটি ইন্টারনেটে অনুষ্ঠান সম্প্রচার শুরু করে

৭ নভেম্বর ১৯৯৪
ডব্লিউএক্সওয়াইসি: ইন্টারনেটে সম্প্রচারিত প্রথম বেতার কেন্দ্র
প্রচলিত বেতার কেন্দ্র হিসেবে প্রথম ইন্টারনেটে সম্প্রচার কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্রের ডব্লিউএক্সওয়াইসি (৮৯.৩ এফএম চ্যাপেল হিল, নর্থ ক্যারোলাইনা, যুক্তরাষ্ট্র) রেডিও। চ্যাপেল হিল থেকে লাইসেন্স পাওয়া ডব্লিউএক্সওয়াইসি ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার শিক্ষার্থীদের পরিচালিত বেতার কেন্দ্র। এটি প্রতিদিন ২৪ ঘণ্টা, বছরের ৩৬৫ দিন চালু থাকে। ইবিবলিও সফটওয়্যারের মাধ্যমে ১৯৯৪ সালের ৭ নভেম্বর ডব্লিউএক্সওয়াইসি ইন্টারনেটে তাদের অনুষ্ঠান প্রচার শুরু করে। ডব্লিউএক্সওয়াইসিতে সব ধরনের গান প্রচার করা হয়।