ইলন মাস্ক
ইলন মাস্ক

ইলন মাস্কের বিরুদ্ধে হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠানের মামলা, কেন

১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওতে আয়োজিত এক অনুষ্ঠানে রোবোট্যাক্সির পাশাপাশি রোবোভ্যানের আদিরূপ বা প্রোটোটাইপ উন্মোচন করেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও মালিক ইলন মাস্ক। ‘উই রোবট’ নামের সেই অনুষ্ঠানে হলিউডের জনপ্রিয় সিনেমা ‘ব্লেড রানার ২০৪৯’–এর দৃশ্যের আবহে রোবোট্যাক্সির ছবি প্রকাশ করা হয়। আর তাই অনুমতি ছাড়া সিনেমার দৃশ্যের আবহ নকল করার অভিযোগে ইলন মাস্কের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে মামলা করেছে ‘ব্লেড রানার ২০৪৯’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালকন এন্টারটেইনমেন্ট। মামলায় টেসলাসহ ওয়ার্নার ব্রোস ডিসকভারির নামও যুক্ত করা হয়েছে।

অ্যালকন এন্টারটেইনমেন্টের অভিযোগ, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির স্টুডিওতে সম্প্রতি টেসলা নিজেদের তৈরি রোবোট্যাক্সি উন্মোচন করেছে। উন্মোচনের কয়েক ঘণ্টা আগে ইলন মাস্ক ও তাঁর প্রতিষ্ঠান ‘ব্লেড রানার ২০৪৯’ সিনেমার আইকনিক ছবি ব্যবহারের অনুমতি চায়। কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। অনুমতি না পেয়েও সিনেমার ছবির আবহে রোবোট্যাক্সির ছবি তৈরি করে প্রকাশ করে টেসলা। ফলে মেধাস্বত্ব লঙ্ঘন করা হয়েছে।

প্রসঙ্গত, ‘উই রোবট’ অনুষ্ঠানে রোবোট্যাক্সি ও রোবোভ্যান প্রদর্শন করা হলেও গাড়িগুলোর বিস্তারিত কারিগরি তথ্য জানাননি ইলন মাস্ক। তবে অনুষ্ঠানে ‘ব্লেড রানার ২০৪৯’ সিনেমার দৃশ্যের মতো এআই দিয়ে তৈরি ছবি প্রদর্শন করা হয়। ইভেন্টের একটি ভিডিওতে মাস্ক মন্তব্য করেন, ‘আপনি জানেন, আমি ব্লেড রানারকে ভালোবাসি, কিন্তু আমরা সেই ভবিষ্যৎ চাই কি না, তা আমি জানি না।’

সূত্র: দ্য ডেইলি বিস্ট