হারম্যান হলিরিথ
হারম্যান হলিরিথ

হারম্যান হলেরিথের জন্ম

২৯ ফেব্রুয়ারি ১৮৬০

মার্কিন পরিসংখ্যানবিদ, উদ্ভাবক, ব্যবসায়ী এবং গণনাযন্ত্র তথা কম্পিউটারের অন্যতম পথিকৃৎ হারম্যান হলিরিথ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে জন্মগ্রহণ করেন। ১৮৯০ সালে তিনি মার্কিন জনশুমারির গণনায় যান্ত্রিক প্রযুক্তির সমাধান দেন।

২৯ ফেব্রুয়ারি ১৮৬০
হারম্যান হলেরিথের জন্ম
মার্কিন পরিসংখ্যানবিদ, উদ্ভাবক, ব্যবসায়ী এবং গণনাযন্ত্র তথা কম্পিউটারের অন্যতম পথিকৃৎ হারম্যান হলিরিথ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে জন্মগ্রহণ করেন। ১৮৯০ সালে তিনি মার্কিন জনশুমারির গণনায় যান্ত্রিক প্রযুক্তির সমাধান দেন। তাঁর উদ্ভাবিত টেবুলেটিং যন্ত্র পরবর্তীতে বিশ্বব্যাপী জনশুমারির তথ্য বিশ্লেষণে ব্যবহৃত হয়। হলেরিথের গণনাযন্ত্র ছিল বৈদ্যুতিক। যেটিতে পাঞ্চকার্ড ব্যবহার করে হিসাবনিকাশের বিশ্লেষণ করা যেত।  

হারম্যান হলেরিথ টেবুলেটিং মেশিনের প্রতিলিপি

হারম্যান হলেরিথ টেবুলেটিং মেশিনস কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯১৪ সালে টমাস জে ওয়াটসন সিনিয়রকে সঙ্গে নিয়ে এই কোম্পানির নাম হয় সি–টি–আর (ক্যালকুলেটিং, টেবুলেটিং, রেকর্ডিং)। ১৯২৪ সালে এই প্রতিষ্ঠানের নামকরণ হয় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) করপোরেশন। ১৯২৯ সালের ১৭ নভেম্বর হারম্যান হলেরিথ মারা যান।