ইন্টারনেটে নিজের ঠিকানা জানেন তো

মুঠোফোনের আইপি ঠিকানা সহজেই জানা যায়
সূত্র: রয়টার্স

মুঠোফোন ও কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের সময় আমরা কোনো না কোনো আইপি (ইন্টারনেট প্রটোকল) ঠিকানা ব্যবহার করে ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়ে থাকি। নিয়মিত ইন্টারনেট ব্যবহার করলেও আমরা অনেকেই আমাদের ব্যবহৃত আইপি ঠিকানা জানি না। তবে চাইলেই উইন্ডোজ, অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রের আইপি ঠিকানা জানা যায়।

উইন্ডোজে চলা কম্পিউটার বা ল্যাপটপ

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার বা ল্যাপটপের আইপি ঠিকানা জানার জন্য প্রথমেই স্টার্ট মেন্যুতে ক্লিক করে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে অপশন নির্বাচন করে প্রোপার্টিজে ক্লিক করলেই একটি পেজ দেখা যাবে। পেজের মাঝামাঝি স্থানে থাকা আইপি সেটিংস অপশনের মধ্যে কম্পিউটারের আইপি ঠিকানা জানা যাবে।

অ্যান্ড্রয়েড মুঠোফোন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা মুঠোফোনের আইপি ঠিকানার জানার জন্য প্রথমে সেটিংস অপশন চালু করে একেবারে নিচের দিকে থাকা অ্যাবাউট ফোন অপশন নির্বাচন করতে হবে। এবার স্ট্যাটাস অপশনে ক্লিক করলেই মুঠোফোনের ব্যবহার করা আইপি ঠিকানা দেখা যাবে। মুঠোফোনের মডেলভেদে আইপি ঠিকানা জানার পদ্ধতি ভিন্ন হয়ে থাকে। আপনি যদি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা হালনাগাদ মুঠোফোন ব্যবহার করেন, তবে সেটিংস থেকে কানেকশন বা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অপশনে ক্লিক করতে হবে। এবার ওয়াই-ফাই বা ইন্টারনেট ট্যাপ করে ওয়াই-ফাই নেটওয়ার্কের নামের পাশে সিওজি (কগ) আইকনে ক্লিক করে ভিউ মোর অপশনে নির্বাচন করলে আইপি ঠিকানা পাওয়া যাবে।

আইফোন

আইফোনে আইপি ঠিকানা খোঁজার জন্য প্রথমে সেটিংস থেকে ওয়াই-ফাই অপশন নির্বাচন করতে হবে। এবার ওয়াই-ফাই নেটওয়ার্ক নামের পাশে আই আইকনে ট্যাপ করলেই আইপি ঠিকানা দেখা যাবে।