ক্র্যাবের এএ-১ রেটিং পেল এসএসডি-টেক

ক্রেডিট রেটিং পেয়েছে এসএসডি-টেক
ক্রেডিট রেটিং পেয়েছে এসএসডি-টেক

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (ক্র্যাবের) ‘এএ-১’ ক্রেডিট রেটিং অর্জন করেছে ইন্টারনেট সংযোগদাতা কার্নিভ্যালের মূল প্রতিষ্ঠান সিস্টেম সল্যুশনস অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস (এসএসডি-টেক) লিমিটেড। ক্র্যাব থেকে এই দেশি প্রযুক্তি প্রতিষ্ঠানকে রেটিং এএ-১ দেওয়া হলো। এই রেটিংয়ের অর্থ হলো, প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি আর্থিক প্রতিশ্রুতি পূরণে সক্ষমতা রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসএসডি-টেক এ তথ্য জানিয়েছে।

এসএসডি-টেককে দেওয়া ক্র্যাবের চিঠিতে দেখা যায়, এএ-১ রেটিংয়ের পাশাপাশি প্রতিষ্ঠানটি স্ট্যাবল আউটলুকসহ স্বল্পমেয়াদি এসটি-২ রেটিং পেয়েছে এসএসডি-টেক। এর অর্থ হলো, প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি আর্থিক ঋণ বা সুযোগ-সুবিধাসংক্রান্ত ঋণ পরিশোধে সক্ষম।

এই রেটিং প্রসঙ্গে এসএসডি-টেকের চেয়ারম্যান মাহবুবুল মতিন বলেন, ‘এটা আমাদের জন্য দারুণ এক প্রাপ্তি। এটা আসলে গ্রাহকের কাছে আমাদের ব্যবসার স্বচ্ছতা ও অর্থনৈতিক স্থিতিশীলতা তুলে ধরে। আমাদের পেশাদার ম্যানেজমেন্ট টিম এই ক্রেডিট রেটিং অর্জনে সাহায্য করেছে। আমরা আমাদের গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাগুলো ও অন্য অংশীজনের সঙ্গে এই কৃতিত্ব ভাগ করে নিতে চাই।’