আইফোন এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ব্যবহারকারীদের জন্য সুখবর। অপারেটিং সিস্টেমে ভিন্নতা থাকলেও আইফোন থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে দ্রুত ফাইল পাঠানোর সুযোগ দিতে নিজেদের ফোন লিংক অ্যাপের আইওএস সংস্করণে নতুন সুবিধা চালু করছে মাইক্রোসফট। বর্তমানে এ সুবিধার কার্যকারিতা উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রাম ব্যবহারকারীদের ওপর পরখ করা হচ্ছে।
এক ব্লগ বার্তায় মাইক্রোসফট জানিয়েছে, ফোন লিংক অ্যাপের মাধ্যমে আইফোন এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ফাইল পাঠানোর পদ্ধতি সহজ করতে কাজ করছে মাইক্রোসফট। ফোন লিংক অ্যাপ দিয়ে স্মার্টফোন এবং কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে ফোনের নোটিফিকেশন দেখার পাশাপাশি ফোনকল গ্রহণ এবং বার্তা পাঠানো যায়। এসব সুবিধার পাশাপাশি ফোন লিংক অ্যাপের মাধ্যমে শিগগিরই আইফোন থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ফাইল পাঠানো যাবে।
মাইক্রোসফটের তথ্যমতে, নতুন সুবিধাটি সব মডেলের আইফোনে ব্যবহার করা যাবে না। শুধু আইওএস ১৬ বা তার পরবর্তী সংস্করণের অপারেটিং সিস্টেমে চলা আইফোন এবং উইন্ডোজ ১০ এবং উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে এ সুবিধা ব্যবহার করা যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন সুবিধাটি আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
প্রসঙ্গত, অ্যাপলের এয়ারড্রপ-সুবিধা ব্যবহার করে আইফোন এবং ম্যাক অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়। তবে যেসব আইফোন ব্যবহারকারী উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার ব্যবহার করেন তারা ফাইল পাঠাতে বেশ সমস্যার মুখোমুখি হন। নতুন এ সুবিধা চালু হলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজের প্রয়োজনে দ্রুত উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটারে ফাইল পাঠাতে পারবেন আইফোন ব্যবহারকারীরা।
সূত্র: ইন্ডিয়া টুডে