বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে শুরু হচ্ছে ‘প্রথমা ডটকম-গিগাবাইট বিশ্বকাঁপন কুইজ' এবং ‘সপ্তায় সপ্তায় ট্যাব’ প্রচারণা
বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকমে শুরু হচ্ছে ‘প্রথমা ডটকম-গিগাবাইট বিশ্বকাঁপন কুইজ' এবং ‘সপ্তায় সপ্তায় ট্যাব’ প্রচারণা

ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে প্রথমা ডটকম ও গিগাবাইটের চুক্তি

প্রথমা ডটকম থেকে বই কিনে পাওয়া যাবে ট্যাব, কুইজ বিজয়ীরা পাবেন জার্সি

৫ অক্টোবর পর্দা উঠছে ক্রিকেট বিশ্বকাপের। বিশ্বকাপ উপলক্ষে বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম প্রথমা ডটকম আয়োজন করছে ‘প্রথমা ডটকম-গিগাবাইট বিশ্বকাঁপন কুইজ' এবং ‘সপ্তায় সপ্তায় ট্যাব’ প্রচারণা। এ জন্য আজ সোমবার প্রথমা ডটকম ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গিগাবাইট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে।

চুক্তি সই করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান

রাজধানীর প্রথম আলো কার্যালয়ে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান এবং গিগাবাইট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান। এ সময় প্রথমা ডটকমের সমন্বয়ক রাসেল রায়হান, প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদ, লেখক রাহিতুল ইসলাম ও বাংলাদেশে গিগাবাইট পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিসের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, বিশ্বকাপ শুরুর দিন থেকেই প্রথমা ডটকমের ফেসবুক পেজে বইবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রতিদিন লটারির মাধ্যমে একজন বিজয়ীকে বাংলাদেশ দলের জার্সি উপহার দেওয়া হবে। এ ছাড়া ‘সপ্তায় সপ্তায় ট্যাব’ প্রচারণার আওতায় প্রথমা ডটকম থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ টাকার বই কিনে পাওয়া যাবে স্যামস্যাংয়ের ট্যাবলেট কম্পিউটার (ট্যাব)। গিগাবাইট বাংলাদেশের সৌজন্যে এসব পুরস্কার দেওয়া হবে। কুইজ বিজয়ীদের উপহার নিয়মিত পাঠিয়ে দেওয়া হলেও বিশ্বকাপ শেষে আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে ট্যাবলেট কম্পিউটার। বিশ্বকাপ চলাকালের সময়জুড়ে এ আয়োজন চলবে।