প্রযুক্তির এই দিনে: ১৩ জুলাই

মেমোরি চিপ তৈরিতে আইবিএম, তোশিবা ও সিমেন্সের জোট

কম্পিউটারের জন্য মেমোরি চিপ তৈরিতে তোশিবা ও সিমেন্সের সঙ্গে জোট বাঁধার ঘোষণা দেয় আইবিএম।

মেমোরি চিপ
কম্পিউটার হিস্ট্রি ডাওআরজি

১৩ জুলাই ১৯৯২
মেমোরি চিপ তৈরিতে আইবিএম, তোশিবা ও সিমেন্সের জোট
কম্পিউটারের জন্য মেমোরি চিপ উন্নয়নে তোশিবা ও সিমেন্সের সঙ্গে জোট বাঁধার ঘোষণা দেয় আইবিএম (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস) করপোরেশন। এই আন্তর্জাতিক জোট সেমিকন্ডাক্টর শিল্পে এক বড় বাঁকবদল। আগে যেখানে এই তিন কোম্পানি পরস্পরের সঙ্গে বাজার দখলের তিক্ত প্রতিযোগিতায় জড়িয়েছিল, সেখানে এই জোট চিপ বাজারে একধরনের স্বস্তি এনে দেয়। বিশেষজ্ঞরা এই জোটকে এক নতুন বৈশ্বিক অর্থনীতি হিসেবে উল্লেখ করেন, যেখানে ভৌগোলিক সীমারেখার ভূমিকা খুবই সামান্য।

অনলাইনে ছবি রাখতে একসময় জনপ্রিয় ছিল পিকাসা

১৩ জুলাই ২০০৪
গুগলের পিকাসা অধিগ্রহণ
ডিজিটাল ছবি দেখা, সংরক্ষণ ও সম্পাদনা এবং ছবি শেয়ার করার ওয়েবসাইট পিকাসা অধিগ্রহণ করে গুগল। ২০০২ সালে পিকাসা চালু করে লাইফস্কেপ নামের একটি প্রতিষ্ঠান। স্প্যানিশ চিত্রকর পাবলো পিকাসোর নাম থেকে পিকাসা নামকরণ করা হয়। পিক মানে ছবি, আর স্প্যানিশ শব্দ কাসা মানে হলো বাড়ি।

গুগল লাইফস্কেপের কাছ থেকে পিকাসা অধিগ্রহণ করে একে বিনা মূল্যের সফটওয়্যার (ফ্রিওয়্যার) করে দেয়। গুগল এ–ও ঘোষণা দেয় যে তারা পিকাসা ডেস্কটপ ও পিকাসা ওয়েব অ্যালবামে আর কোনো সাপোর্ট দেবে না। যা ২০১৬ সালের ১৫ মার্চ থেকে কার্যকর হয়। পিকাসার সহযোগী সেবা পিকাসা ওয়েব অ্যালবাম ২০১৬ সালের ১ মে বন্ধ হয়ে যায়।

সূত্র: কম্পিউটার হিস্ট্রি ডাওআরজি, কম্পিউটার হোপ, উইকিপিডিয়া