বর্তমানে কেবল একটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়
বর্তমানে কেবল একটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়

এক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একাধিক ফোনে ব্যবহার করা যাবে

বর্তমানে মাল্টি ডিভাইস সুবিধা কাজে লাগিয়ে ফোনের পাশাপাশি চারটি ল্যাপটপ ও কম্পিউটারে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। তবে একাধিক ফোনে একই অ্যাকাউন্ট থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ না মেলায় অনেকেই বেশ সমস্যার মুখোমুখি হন। এবার একাধিক ফোনে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। এ জন্য ‘কমপেনিয়ন মোড’ নামের নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ।

প্রাথমিকভাবে নির্দিষ্টসংখ্যক বেটা সংস্করণ ব্যবহারকারীকে ‘কমপেনিয়ন মোড’ সুবিধা পরখ করার সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধায় ব্যবহারকারীরা চাইলেই যেকোনো ফোনকে সেকেন্ডারি ফোন হিসেবে যুক্ত করতে পারবেন। শুধু তা-ই নয়, প্রাইমারি ফোনে থাকা হোয়াটসঅ্যাপের সব তথ্য সেকেন্ডারি ফোনে স্থানান্তরও করা যাবে।

হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ (২.২২.২৪.১৮) ইনস্টল করলেই একাধিক ফোন বা কম্পিউটার যুক্তের জন্য লিংকে ডিভাইস অপশন দেখা যায়। লিংকটি ট্যাপ করে কিউআর কোডটি নতুন ফোনে স্ক্যান করলেই সেটি সেকেন্ডারি হিসেবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। ফলে ব্যবহারকারীরা সহজেই নতুন ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। শিগগিরই ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু হতে পারে।
সূত্র: ম্যাশেবল