যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রযুক্তি উদ্যোক্তারা কে কার পক্ষে ছিলেন

যুক্তরাষ্ট্রে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা। কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প, কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। ভোট গণনার সর্বশেষ তথ্য অনুযায়ী নির্বচনে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন। ইলন মাস্ক, বিল গেটস থেকে শুরু করে প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিরা সরাসরি না হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন। প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের মধ্যে কে কোন প্রার্থীকে সমর্থন করেছেন, তা জেনে নেওয়া যাক।

ডোনাল্ড ট্রাম্পের সমর্থক যাঁরা

আলোচিত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ট্রাম্পের পক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করতে তিনি রীতিমতো লাখ লাখ ডলার উপহার দিয়েছেন প্রচারণা খাতে। বিশ্বের বৃহৎ ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসও ট্রাম্পকে সমর্থন করেছেন। এ ছাড়া পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা পিটার থিয়েলসহ সিলিকন ভ্যালির অন্যতম বড় বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যানড্রেসেন হরোউইটজের প্রতিষ্ঠাতা মার্ক অ্যান্ড্রিসেন ও বেন হোরোভিটজ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন। বাইডেন প্রশাসনের অতিরিক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার বিরুদ্ধে লড়তেই ট্রাম্পের পক্ষ নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। সিকোইয়া ক্যাপিটালের সাবেক ব্যবস্থাপনা অংশীদার ডগলাস লিওনও নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করছেন।

কমলা হ্যারিসের সমর্থক যাঁরা

নির্বাচনে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। এ জন্য কমলা হ্যারিসকে সমর্থন করা একটি অলাভজনক সংস্থায় পাঁচ কোটি ডলারের বেশি অনুদান দিয়েছেন তিনি। বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চও কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের নির্বাহী চেয়ারম্যান রিড হেস্টিংস ৭০ লাখ ডলারের বেশি অনুদান দেওয়ার পাশাপাশি কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালিয়েছেন। লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান ৮৮ জন ব্যবসায়ী নেতার সঙ্গে কমলার পক্ষে একটি খোলা চিঠিতে সই করেছেন। মেটার সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান মার্কিন নির্বাচনে কোনো প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করেননি। যদিও গণমাধ্যমের তথ্য বলছে, কমলা হ্যারিসের তহবিলে অনুদান দিয়েছেন অল্টম্যান।

ফরচুন ৫০০ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু ইলন মাস্ক প্রকাশ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেছেন। প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিদের মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ কোন প্রার্থীকে সমর্থন করেছেন তা জানা যায়নি। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই, অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ও মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা প্রকাশ্যে কোনো প্রার্থীকে নিজেদের সমর্থনের কথা জানাননি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস