আইওএসের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল
আইওএসের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল

আইফোনের ত্রুটি দূর করতে আইওএস হালনাগাদ করল অ্যাপল

আইওএস ১৭.১ সংস্করণ উন্মুক্তের পরপরই ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ করেন, নতুন সংস্করণে আইফোনের ওয়াই-ফাই সুবিধা কাজ করছে না। বেশ কয়েকজন আবার অদ্ভুত ধরনের অভিযোগ করেন। তাঁদের দাবি, রাতে নির্দিষ্ট সময় পর নিজ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে আইফোন। এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য না করলেও মাত্র দেড় সপ্তাহের মধ্যে আবারও আইওএস অপারেটিং সিস্টেমের হালনাগাদ উন্মুক্ত করেছে অ্যাপল। ‘আইওএস ১৭.১.১’ নামের এই হালনাগাদে আইফোনের ওয়াই-ফাই, তারহীন চার্জসহ আরও বেশ কিছু সমস্যার সমাধান করা হয়েছে।

আইওএস ১৭.১ ছাড়ার পর সবচেয়ে বেশি অভিযোগ এসেছে আইফোনের ওয়াইফাই সংযোগ নিয়ে। ভুক্তভোগীদের অনেকেই অভিযোগ করেন, আইওএস ১৭.১ সংস্করণ ব্যবহারের পর থেকে আইফোনে ওয়াই-ফাই নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না। শুধু তা–ই নয়, বিএমডব্লিউ গাড়িতে ওয়্যারলেস চার্জ প্রযুক্তিও সমর্থন করছে না আইফোন। এর ফলে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তির মাধ্যমে অ্যাপল পে ব্যবহার করা যায় না।

অ্যাপলের তথ্যমতে, নতুন সংস্করণটিতে আইফোনের ওয়াই-ফাই, ওয়্যারলেস চার্জ ও ওয়েদার লকস্ক্রিন উইজেটের সমস্যা দূর করার পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা সুবিধাও হালনাগাদ করা হয়েছে। আর তাই স্বচ্ছন্দে আইফোন ব্যবহারের জন্য দ্রুত আইওএস হালনাগাদ করতে হবে। এক্সআর ও এক্সএস থেকে সর্বশেষ সব মডেলের আইফোনে আইওএসের নতুন সংস্করণটি ব্যবহার করা যাবে।

সূত্র: বিজিআর