গুগল আই/ও সম্মেলনে বক্তৃতা করছেন সুন্দর পিচাই
গুগল আই/ও সম্মেলনে বক্তৃতা করছেন সুন্দর পিচাই

গুগলের আই/ও সম্মেলন ২০২৩

শুরুতেই বাংলাদেশের নাম উচ্চারণ করলেন সুন্দর পিচাই

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে গুগলের চারটি রঙে সজ্জিত মঞ্চে এলেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। গুগলের এ বার্ষিক সম্মেলনে উপস্থিত ডেভেলপারদের ধন্যবাদ জানালেন। অনলাইনে যুক্ত কোটি দর্শকেরও কথা বললেন। দেশের নামের বেলায় প্রথম উচ্চারণ করলেন বাংলাদেশের নাম। তিনি বলেন, ‘অনলাইনে এ সম্মেলনে আমাদের সঙ্গে বাংলাদেশ ও ব্রাজিলের দর্শকেরাও যুক্ত আছেন।’

মাউন্টেন ভিউয়ের শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে বাংলাদেশ সময় বুধবার রাত ১১টায় গুগলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে বার্ষিক সম্মেলন ‘গুগল আই/ও ২০২৩’ শুরু হয়। রীতি অনুযায়ী প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাগত বক্তব্য দিয়ে শুরু হয় সম্মেলন। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত চলছিল সুন্দর পিচাইয়ের বক্তৃতা। তিনি তাঁর বক্তৃতায় বেশি বলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার কথা।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সমসাময়িক আলোচনার কথা তুলে ধরে সুন্দর পিচাই বলেন, এ বছরই এআই নিয়ে আলোচনার। জানালেন, গুগলই প্রথম এআই প্রতিষ্ঠান। তাঁর বক্তব্যে উঠে এসেছে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিগত বছরগুলোতে সমাজে এবং মানুষের জীবনে পরিবর্তন এনেছে গুগল।

স্বাগত বক্তব্যে পিচাই জি–মেইলের এআই টুল ‘হেল্প মি রাইট’–এর কথা জানান। ওয়ার্কস্যুট ব্যবহারকারীরা শিগগিরই এ সেবা ব্যবহার করতে পারবেন। গুগল ম্যাপসে যুক্ত হবে আবহাওয়ার রিয়ালটাইম হালনাগাদ। গুগল ফটোজ দিয়ে প্রতি মাসে ১৭০ কোটি ছবি সম্পাদনা হয় এ তথ্যও তুলে ধরেন গুগলের সিইও। গুগলের নতুন ল্যাঙ্গুয়েজ মডেল ‘পাম ২’–এর কথা জানান সুন্দর।

শোরলাইন অ্যাম্ফিথিয়েটারের পাশাপাশি প্রতিবারের মতো এবারও অনলাইন এবং গুগলের ইউটিউব চ্যানেল থেকে এ সম্মেলনের সরাসরি সম্প্রচার করা হয়।
উল্লেখ্য, গুগলের এ বার্ষিক ডেভেলপার সম্মেলনে অ্যাপ ও গুগলের সর্বশেষ প্রযুক্তি নিয়ে হালনাগাদ তথ্য জানতে পারেন ডেভেলপাররা। এ সম্মেলন গুগলের নতুন পণ্য ঘোষণার জন্যও পরিচিত।