ইউটিউবে বর্তমানের তুলনায় বড় শর্টস ভিডিও ধারণ করা যাবে
ইউটিউবে বর্তমানের তুলনায় বড় শর্টস ভিডিও ধারণ করা যাবে

ইউটিউব শর্টসের দৈর্ঘ্য বাড়ছে, কবে থেকে

ছোট আকারের ভিডিও সহজে তৈরি ও আদান-প্রদানের সুযোগ থাকায় তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয় ইউটিউবের শর্টস ভিডিও। সর্বোচ্চ ৬০ সেকেন্ডের ‘শর্টস’ ভিডিও তৈরি করে আয়ও করছেন অনেকে। তবে কম সময়ে বিস্তারিত তথ্য জানানোর সুযোগ না মেলায় অনেকেই ভালো মানের শর্টস ভিডিও তৈরি করতে পারেন না। এ সমস্যা সমাধানে শর্টস ভিডিও ধারণের সময় বর্তমানের তুলনায় তিন গুণ বৃদ্ধি করতে যাচ্ছে ইউটিউব।

এক ব্লগ বার্তায় ইউটিউব জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে সর্বোচ্চ তিন মিনিটের শর্টস ভিডিও তৈরি করা যাবে। এ সুবিধা কাজে লাগিয়ে বর্গাকার ও লম্বা উভর ফ্রেমের ভিডিও তৈরি করতে পারবেন নির্মাতারা। আকারে বড় শর্টস ভিডিওর পাশাপাশি আগে প্রকাশ করা ৬০ সেকেন্ডের শর্টস ভিডিওগুলোও ইউটিউবে দেখা যাবে। পর্যায়ক্রমে সব নির্মাতা এ সুযোগ পাবেন।

বাজার বিশ্লেষকদের ধারণা, মানসম্পন্ন ভিডিওর সংখ্যা বাড়াতেই শর্টস ভিডিও ধারণের সময় বর্তমানের তুলনায় তিন গুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউটিউব। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে নির্মাতারা সহজেই যে কোনো বিষয়ে মানসম্পন্ন শর্টস ভিডিও তৈরি করতে পারবেন। ফলে ইউটিউব ব্যবহারকারীরা বর্তমানের তুলনায় বেশি বিনোদনমূলক কনটেন্ট খুঁজে পাবেন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস