এফিটিপির প্রণেতা অভয় ভূষণের জন্ম
ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী অভয় ভূষণ এলাহাবাদে জন্মগ্রহণ করেন। ইন্টারনেটে ফাইল আদান–প্রদানের জন্য তিনি ফাইল ট্রান্সফার প্রটোকল (এফটিপি) প্রণয়ন করেন।
কম্পিউটারশিল্পের পতন নিয়ে বিজনেস উইকের প্রতিবেদনে শঙ্কা প্রকাশ।
২৩ নভেম্বর ১৯৪৪
এফিটিপির প্রণেতা অভয় ভূষণের জন্ম
ভারতীয় কম্পিউটার বিজ্ঞানী অভয় ভূষণ এলাহাবাদে জন্মগ্রহণ করেন। ইন্টারনেটে ফাইল আদান–প্রদানের স্থাপত্যশৈলী টিসিপি/আইপি উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি ফাইল ট্রান্সফার প্রটোকল (এফটিপি) প্রণয়ন করেন। অভয় ভূষণ যখন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) ছাত্র, তখনই তিনি এফটিপির কাজ শুরু করেন। এফটিপি ই–মেইল মানের প্রথম দিককার সংস্করণ। অভয় ভূষণ বর্তমানে অ্যাস্কয়ার ইনকরোরেটেডের চেয়ারম্যান এবং ইন্ডিয়ানস ফর কালেকটিভ অ্যাকশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) কানপুর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন অভয় ভূষণ। চলতি বছর ইন্টারনেট হল অব ফেমের তালিকায় তাঁর নাম স্থান পায়।
২৩ নভেম্বর ১৯৯২
বিজনেস উইকের প্রতিবেদনে কম্পিউটারশিল্পের পতনের শঙ্কা
১৯৯২ সালে কম্পিউটার নির্মাতা ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) সে বছর ৫০০ কোটি মার্কিন ডলার লোকসানের পূর্বাভাস দেয়। এই পূর্বাভাসকে ধরে বিজনেস উইক সাময়িকী কম্পিউটারশিল্প বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে। বিজনেস উইকের প্রতিবেদনে আইবিএমের মতো প্রতিষ্ঠিত কম্পিউটার নির্মাতার পাশাপাশি অপেক্ষাকৃত নবীন সান মাইক্রোসিস্টেমের ব্যবসায়িক দুরবস্থার কথাও বলা হয়। প্রতিবেদনের উপসংহারে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে যথাযথ ব্যবসা খুঁজতে হবে বলে মন্তব্য করা হয়।