ভ্যাকুয়াম টিউব ট্রায়োড উদ্ভাবনের জন্য লি ডি ফ্রস্ট পেটেন্ট স্বত্ব পান।
২৯ জানুয়ারি ১৯০৭
ভ্যাকুয়াম টিউব ট্রায়োডের পেটেন্ট
ভ্যাকুয়াম টিউব ট্রায়োড উদ্ভাবনের জন্য লি ডি ফ্রস্ট পেটেন্ট স্বত্ব পান। মার্কিন পেটেন্ট অফিস থেকে দেওয়া এই পেটেন্টের নম্বর ছিল ৮৭৯৫৩২। ভ্যাকুয়াম টিউব ট্রায়োড পরবর্তী সময়ে পৃথিবীর প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের ইলেকট্রনিক সুইচ হিসেবে ব্যবহৃত হয়।
২৯ জানুয়ারি ২০০৪
ইলেকট্রনিক ভোটিং মেশিনে নিরাপত্তাত্রুটি
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নিরাপত্তাত্রুটির তথ্য প্রকাশ করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্য। এ জন্য ওই ইভিএম নির্মাতা প্রতিষ্ঠান ডাইবোল্ড সিস্টেমসকে তলব করে মেরিল্যান্ড সরকার। অভিযোগে বলা হয়, ডাইবোল্ডের তৈরি অ্যাকুভোট-টিএস ভোটিং সিস্টেম যন্ত্রের সফটওয়্যারে নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে। এ কারণে অন্য একটি প্রতিষ্ঠান এই ইভিএম হ্যাক করতে সক্ষম হয়। যার প্রভাব পড়েছে নির্বাচনের ভোট গ্রহণ ও ভোট গণনায়। এ জন্য ডাইবোল্ডকে বেশ কিছু ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। ডাইবোল্ডের একজন মুখপাত্র বলেছিলেন, ২০০৪ সালের মার্চের এবং ভবিষ্যতের সব নির্বাচনে নিরাপত্তার বিষয়টি আরও ভালোভাবে নিশ্চিত করা হবে। নেটওয়ার্কে যুক্ত এবং কম্পিউটারনিয়ন্ত্রিত ভোটের অবকাঠামোর নিরাপত্তা, সঠিকতা ও স্বচ্ছতা গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে।
২৯ জানুয়ারি ২০১৪
লেনোভোর কাছে মটোরোলা মবিলিটি বিক্রি করে গুগল
বিশাল অঙ্কের অর্থের বিনিময়ে কেনার মাত্র দুই বছর পর মটোরোলার স্মার্টফোন তৈরির শাখা মটোরোলা মবিলিটি চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান লেনোভোর কাছে বিক্রি করে দেয় গুগল। ২০১১ সালে মোটো এক্স ও মোটো জি স্মার্টফোনের প্রস্তুতকারক মটোরোলা মবিলিটিকে কিনে নিয়েছিল গুগল। ২৯০ কোটি মার্কিন ডলারের এই ক্রয় ছিল গুগলের ইতিহাসে সর্বোচ্চ অর্থের চুক্তি।