টিপস

গুগল ফটোজে ছবির নতুন অ্যালবাম তৈরি করবেন যেভাবে

গুগল ফটোজে ইচ্ছেমতো অ্যালবাম তৈরি করা যাবে।
গুগল ফটোজে ইচ্ছেমতো অ্যালবাম তৈরি করা যাবে।

স্মার্টফোন বা কম্পিউটার থেকে সহজেই অনলাইনে ছবি বা ভিডিও সংরক্ষণের সুযোগ থাকায় অনেকেই নিয়মিত গুগল ফটোজ ব্যবহার করেন। অনলাইনে ছবি সংরক্ষণ ও বিনিময়ের জনপ্রিয় সেবাটিতে একই অ্যালবামে বেশি ছবি জমা রাখলে পরবর্তী সময়ে খুঁজে পেতে সমস্যা হয়। তবে চাইলেই গুগল ফটোজে নতুন অ্যালবাম তৈরি করে নির্দিষ্ট অনুষ্ঠান বা দিনের ছবিগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষণ করা সম্ভব।

গুগল ফটোজে একসঙ্গে একাধিক অ্যালবাম তৈরি করা সম্ভব। ফলে ব্যবহারকারী প্রয়োজনমতো অ্যালবাম তৈরি করতে পারবেন। অ্যালবামে বার্তা লেখার সুযোগ থাকায় পরবর্তী সময়ে দ্রুত নির্দিষ্ট ছবি খুঁজে পাওয়া যায়। গুগল ফটোজে অ্যালবাম তৈরির পদ্ধতি দেখে নেওয়া যাক—

অ্যালবাম তৈরির জন্য প্রথমেই গুগল ফটোজে প্রবেশ করতে হবে। এরপর একটি ছবিতে ট্যাপ করে চাপ দিয়ে ধরে রেখে অ্যালবামের জন্য কাঙ্ক্ষিত ছবি বা ভিডিও নির্বাচন করতে হবে। এরপর ওপরে থাকা প্লাস আইকনে ট্যাপ করলেই বিভিন্ন অপশন দেখা যাবে। পছন্দের অপশন থেকে অ্যালবাম নির্বাচন করতে হবে। এবার নাম লিখে ডান বাটনে ট্যাপ করলেই অ্যালবাম তৈরি হয়ে যাবে।