বিটপা সম্মেলনে তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা
বিটপা সম্মেলনে তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা

খুলনায় তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের সম্মেলন

তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মান উন্নয়নের লক্ষ্যে খুলনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিটপা কনফারেন্স। গতকাল শনিবার বাংলাদেশ আইটি প্রফেশনালস অ্যাসোসিয়েশন (বিটপা) আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে তথ্যপ্রযুক্তি পেশাজীবীরা অংশ নেন।

সম্মেলনে বিটপার সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের একত্রিত করার পাশাপাশি দেশের তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও ফ্রিল্যান্সারদের উন্নয়নে ভূমিকা রাখাই বিটপার প্রধান উদ্দেশ্য। এ উদ্দেশ্য সামনে রেখে দিনব্যাপী এ সম্মেলনে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন কারিগরি বিষয়ে আলোচনা হয়েছে।

সম্মেলনে নতুন তথ্যপ্রযুক্তি পেশাজীবী ও ফ্রিল্যান্সারদের সফল হওয়ার দিকনির্দেশনা দেন নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ বিটপার সদস্যরা। ফলে নতুন পেশাজীবীরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করার পাশাপাশি নিজেদের মান উন্নয়নের সুযোগ পেয়েছেন। আয়োজকেরা জানান, ভবিষ্যতে সম্মেলনের পাশাপাশি বছরজুড়ে সেমিনার, কর্মশালাসহ বিভিন্ন প্রশিক্ষণ পরিচালনা করা হবে।